আমাদের কথা খুঁজে নিন

   

এই মুহুর্তে শোনা কিছু পুরোনো বাংলা সিনেমার গান

CONNECTION FAILED "তুমি আমার জীবন, আমি তোমার জীবন" গানটিতে একটি লাইন আছে এরকম, "সুন্দর পৃথিবীতে বাঁধব সুখের ঘর, জীবনের প্রতিদিন হবে মধুর বাসর" কিন্তু আমি জানি যে বাসর জিনিসটা রাতকে ইঙ্গিত করে, সেই যুগে গীতিকার কতটা এগ্রেসিভ হলে এটা দিনে কর্তে বলেন বুঝে দেখেন ও মনে মনে আশা গানটিতে ইলিয়াস কাঞ্চন আর চম্পার কৌতুক নাচ দেখে নিশ্চিত হলাম গানটা আসলে কৌতুকময় গান অনেক আশার স্বপ্ন আমার গানটি আপ্নাকে কতটুকু নাড়া দেবে জানি না, তবে আমাকে ভালো ভাবেই দিয়েছে, বিশেষ করে ৩৭ থেকে ৫৭ সেকেন্ডের অংশটুকুতে বেশী আবেগী করেছে "আমি একদিন তোমায় না দেখিলে" গানটিতে "প্রেমেরও ধরন কেনো গো এমন, কাটে না তোমায় বিনে লাগে কেমন" কথাটি আমার মনের কথাই তবে ২.১২ থেকে ২.২৪ সেকেন্ডের নাচ আপ্নাকে হাসবেই :p "আমার মন বলে তুমি আসবে" গানটিতে পরিচালক রাজ্জাককে সুপারম্যান বানানোর ব্যর্থ প্রয়াস চালিয়েছেন বলে মনে হয়েছে খালি আন্ডুওয়ার পড়াতেই ভুলে গেসিলেন "তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ, এমনে ছিলো বড় সাধ, একবার তোমাকে দেখার" আমার গানটি পছন্দ হয়েছে, কত্ত রোমান্টিক "তুমি ভুলে যেও সবই" গানটিও পছন্দ হয়েছে কিন্তু নাচ দেখে মাঝে মাঝেই হেসেছি বিশেষ করে রাজ্জাক!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।