আমাদের কথা খুঁজে নিন

   

" গন্তব্যহীন ইচ্চেগুলো "

মাঝে মাঝে ইচ্ছে হয়- ঝুম বৃষ্টিতে ভিজি , ঠিক আগের মত । মাঝে মাঝে ইচ্ছে হয়- প্রচন্ড রোদ মাথায় নিয়ে বেরিয়ে পড়ি মধ্য দুপুরে , তুমি সাথে থাকো বা না থাকো । মাঝে মাঝে ইচ্ছে হয়- উত্তাল জ্যোত্স্নায় ঘর ছাড়ি মাঝ রাতে , নিঃসঙ্গ এই আমি । মাঝে মাঝে ইচ্ছে হয়- নদী তীরে একলা হাটি । মাঝে মাঝে ইচ্ছে হয়- তোমার আমার অসীম দূরত্ব এক নিমিষে পেরিয়ে যাই । মাঝে মাঝে তোমাকে ছোঁয়ার প্রবল ইচ্ছে জাগে মনে । মাঝে মাঝে ইচ্ছে হয়- স্মৃতি থেকে তোমার অংশটুকু মুছে ফেলি । মাঝে মাঝে ইচ্ছে হয়- এই পৃথিবী থেকে নাই হয়ে যাই । আমার ইচ্চেগুলো আজ দিশেহারা পথিক এক , গন্তব্যহীন গন্তব্যে অবিরত তার পথ চলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।