আমাদের কথা খুঁজে নিন

   

" ভালোবাসতে হবে আমাকে "

কী অদ্ভুত সুন্দর সে দেশ ! কেউ কী দেখেছেন ? কিভাবে দেবেন এ প্রশ্নের উওর ; আমি তো বলিনি তার নাম কিংবা অবস্থান । বর্ননাতীত সুন্দর সে দেশ ; সেখানে আপনি চাইলে বৃষ্টি নামবে , আপনি চাইলে ঝড় । তুষারপাতের অপার্থিব সৌন্দর্য দেখতে আপনাকে যেতে হবেনা অন্য কোথাও ; তুষারপাত হবে শুধু আপনারই জন্য । সে দেশে কোন আগাছা জন্মায় না , শুধুই ফুলের গাছ । জারুল ,কৃষ্ঞচূড়া আর কদম ফুল পাবেন সারা বছর জুড়ে ।

রাজনীতি সেখানে দমবন্ধ অবস্থা তৈরি করেনা ; হয়না শেয়ার বাজারে লুটপাট কিংবা হরতাল । শিশুরা অপার আনন্দে খেলা করে সবুজ প্রান্তরে । সে দেশে লোভে পরে প্রেমিকা ছেড়ে দেয়না প্রেমিকের হাত । প্রতি পূর্নিমার মধ্যরাতে সেখানে কবিতার আসর বসে ; কবি জীবনানন্দ দাশ ,জালাল উদ্দিন রুমী ,রবার্ট ফ্রস্ট কবিতা পাঠ করেন সারা রাত ধরে । আর শ্রোতা ? বিশুদ্ধ প্রেমে আচ্ছন্ন প্রেমিক প্রেমিকাগন ।

আসবেন ? আমার কল্পনার সে দেশে ? এখানে আসতে খরচ করতে হবেনা টাকা কিংবা ডলার । শর্ত শুধু একটাই ! ভালোবাসতে হবে আমাকে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।