আমাদের কথা খুঁজে নিন

   

বদল।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । বদলে গেছি তুমি আমি , বদলে গেছে সব বদলাতে চাই নতুন করে তোমার অনুভব। বদলে গেছে সময় এখন ঋতুর আসা যাওয়ার বদলে গেছে ইচ্ছে গুলো তোমায় কাছে পাওয়ার। বদলে গেছে ঠোটের ভেজা আড়াল করা হাসি বদলে গেছে চিঠির মাঝে ভালোবাসা বাসি। বদলে গেছে প্রতিশ্রুতি বিশ্বাসি সব কথা খুব সহজে মনের বদল হচ্ছে যথা তথা । বদলে যাওয়া মানুষ গুলোর বদলে গেছে কাজ ঘুনে ধরা সমাজটাও বদলাতে চায় আাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।