আমাদের কথা খুঁজে নিন

   

নদী ও সমুদ্রের সূর্যাস্তের কিছু চমৎকার ছবি। যা আমাদের ঈদের পর বেড়াতে সাহায্য করবে। (সামুতে আমার ১৫০ তম পোষ্ট) দেখার আমন্ত্রন।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই....... প্রথমেই নদী দিয়ে শুরু করলাম। ০১. যমুনার পাড় থেকে থেকে তোলা। বাংলাদেশের প্রাকৃতি কত সুন্দর এসব ছবিই তার প্রমান। ০২. পাটুরিয়া পাড় থেকে পদ্মা নদী। একজন মাঝি আর একটা নৌকা।

কি সুন্দর বেয়ে যাচ্ছে। ০৩. এটা যান্ত্রিক নগরী ঢাকা ফেরীঘাট থেকে তোলা। ০৪. পদ্মা নদী। ধান বোঝাই একটা নৌকা চালাচ্ছে দুইজন কিশোর। ০৫. নেট থেকে সংগ্রহ।

বাংলাদেশের অনাবিল সুন্দর দৃশ্য। ০৬. নৌকা থেকে পদ্মা নদী। অসম্ভব সুন্দর দৃশ্য। তাই ক্যামরা বন্দী করতে ভুললো না ভ্রমন প্রিয় লোকটি। ০৭. মেঘনা নদী।

চাঁদপুর থেকে তোলা। এবার দেখুন বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের কিছু সূর্যাস্তের ছবি। ০৮. পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তোলা। ০৯. কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তোলা। ১০. কক্সবাজার সমুদ্র সৈকত।

১১. পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তোলা। কি সুন্দর বাচ্ছাটা দাঁড়িয়ে আছে। অসম্ভব সুন্দর আমাদের বাংলাদেশ। ১২. কুয়াকাটা বিচ থেকে তোলা। ১৩. এই ছবিটি সেন্টমার্টিন দ্বীপ থেকে তোলা।

১৭. কুয়াকাটা থেকে তোলা। সবাইকে অনেক ধন্যবাদ, যারা কষ্ট করে আমার এই ছবি পোষ্টটি দেখেছে। (সবাই কে ঈদের অগ্রিম শুভেচ্ছা)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।