আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ফযিলাতপূর্ন দোয়া

অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে..... আজ পবিত্র শব ই ক্বাদার। আল্লাহপাকের কাছে করোজোড়ে ক্ষমা চাওয়া আর সবার সুখের জন্য প্রার্থনার আজই মোক্ষম সময়। আজ কিছু ফযিলতপূর্ন দোয়া আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া গুলি ছোট,কিন্তু ফযিলাত অনেক- ১। সুবাহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবাহানল্লাহিল আযিম।

- প্রতিদিন ১০০ বার। ২। আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা জান্নাতা ওয়া আয়ুজুবিকা মিনান্নার। - ফজর ও মাগরিবের নামাযের পর ৭ বার করে। ৩।

সুবাহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ৪। আলহামদুলিল্লা হিল্লাযি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন্নুসুর। – ঘুম থেকে জেগে ওঠার পর। ৫।

লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লা হুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির। ভুলভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আসুন, আজ সকলে মিলে প্রার্থনা করি, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমাদের সুন্দর এই দেশটির জন্য,জাতি- ধর্ম নির্বিষেশে সকল মানুষের জন্য। ,এই অপূর্ব পৃথিবীর জন্য। আমরা যেন নিজেদের ভেতরের পশুত্ব থেকে বেরিয়ে সত্য ও সুন্দরের পথে আসতে পারি।

মহান আল্লাহ আমাদের মনের সুন্দর ইচ্ছা গুলি পূরন করুন, আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.