আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে মেঘনার চরে আটকা পড়েছে যাত্রীবাহী লঞ্চ

দুই হাজারের বেশি যাত্রী নিয়ে চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর মাঝের চরে আটকা পড়েছে লঞ্চ এমভি কালাম খান। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লঞ্চটি উপজেলার হরিণা ফেরিঘাটের পশ্চিম পারে ডুবো চরে আটকে যায়। লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। চাঁদপুর কোস্টগার্ড কার্যালয় থেকে জানানো হয়েছে, আটকা পড়া লঞ্চটির কাছে ঢাকা থেকে আরেকটি লঞ্চ পাঠানো হচ্ছে। খালি লঞ্চটিতে আটকা পড়া লঞ্চ থেকে কিছু যাত্রী তোলা হবে। লঞ্চটি হালকা হলে একে চর থেকে মেঘনার পানিতে নামানো হবে। যাত্রীদের নিরাপত্তায় কোস্টগার্ড একটি দল পাঠিয়েছে। চাঁদপুর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন দুই হাজারের বেশি যাত্রী নিয়ে লঞ্চ আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।