আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছি সৌদি আরবে - আটাইশ পর্ব

স্বাগতম ইফতারী দাওয়াত সৌদি আরবের ইফতার নিয়ে অনেক লিখেছি,এবারো একটু লিখবো। সেদিন ইফতার খেতে স্বপরিবারে এক বন্ধুর বাসায় যাচ্ছিলাম পথে সিগনালে দাড়াতেই দেখি সারি সারি মানুষের লাইন,তারা যাচ্ছে ইসলামী সংস্থা হেদায়া অর্গের দেয়া ফ্রি ইফতার খেতে! ইচ্ছে হলো কি হচ্ছে সেখানে তা গিয়ে স্বচক্ষে দেখতে। যেমন ভাবা তেমনই কাজ, জুটিয়ে নিলাম কয়েকজন সঙ্গীসহ আমাদের বাচ্চা-কাচ্চাদের। আমাদের রাশেদভাইয়ের পরিচিত দুইজন ভাই সেখানে আয়োজক হিসেবে কাজ করেন। তারা বলে দিলেন একটু আগেভাগে সেখানে পৌছতে।

আমরা পাঁচজন সবাই তাদের ছেলেদের সহ বিকেল সাড়ে পাচটায় দিকে পৌছে দেখি লোকজন তখনো তেমন আসেনি। বিশাল এক খালি জায়গায় প্রায় সাতটি বড় ধরনের তাবু(খেমা) টানিয়েছে। প্রতিটা তাবুর প্রবেশ পথে বাংলাদেশ,পাকিস্তান,ভারত,ইন্দোনেশিয়া,ফিলিপিন্সসহ আলাদা আলাদা জাতীয় পতাকা টাঙানো আছে। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ী,অজু এবং পয়প্রণালীর জন্য সুন্দর ব্যবস্থা রেখেছে। আমরা তাবুর ভেতর প্রবেশ করতেই দেখি দুইদিকে দাঁড়ানো কিছুলোক হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিচ্ছে।

আর আগেই নিচে বিছানো ছিল সারি সারি পানির বোতল,লেবান, খেজুর, জুসসহ নানা খাবার। আমরা সেখানে দাড়াতেই আয়োজকদের একজন শরিফুল ইসলাম ভাই তার ব্যস্ততা সত্ত্বেও এসে আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে তাবুর মাঝামাঝি স্থানে বসিয়ে দিলেন। ইফতারের সময় ছিল ৬-০৭মিঃ কিন্তু লোকজন তখনো এসে পৌছেনি। পুরো একটি তাবুতে প্রায় দুইহাজার লোক একত্রে বসে ইফতার করতে পারেন। আমি অবাক হয়ে দেখলাম ইফতারের সময় কানায় কানায় লোক এসে ভরে গেল!আর তাদের প্রায় শতভাগ লোকই ছিল খেটে খাওয়া এবং সিঙ্গেল, আমাদের তখন একটু বিব্রতবোধ হচ্ছিল কিন্তু আয়োজকরা যখন আমাদের সঙ্গে বসেই ইফতার শুরু করেন তখন আর কিছু মনে হয়নি।

অন্য তাবুতেও একই অবস্থা। নিজ নিজ দেশের লোকেরা এসে তাদের তাবুতে ইফতারে বসে গিয়েছেন। এবং ইফতারের পর নামাজ পড়ে সবাই চলে গেলেও ফিলিপিন্সের তাবুতে ঘটে অন্য ঘটনা। সেখানে এই রমজান মাসেই নাকি প্রায় পাচশত লোক এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছোবহানআল্লাহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.