আমাদের কথা খুঁজে নিন

   

এই জিনিষটা নিয়া দয়া করে কেউ কিছু বলেন প্লিজ্‌্‌্‌্‌

আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... এই জিনিষটা নিয়া দয়া করে কেউ কিছু বলেন প্লিজ্‌্‌্‌্‌,কেউ কি আমাকে একটু হেল্প করবেন মৃত্যু পরবর্তী অরগান দানের ব্যপারে ধরমিয় কোন বাধা নিষেদ আছে কি?? থাকলে সেটা কি ?/আর না থাকলে এই ব্যাপারে কোন কিছু আছে নাকি বলা, যে কোন ধর্মের, চিন্তা করছি মরার পরে যতগুলা দেয়া যায় দিয়ে যাবো, এখন দেখা গেলো একেবারে খালি গেলাম পরে যদি সৃষ্টিকর্তা বলেন তরে কে কইছে এই গুলা রাইখা আইতে! তাইলে তো টেনশন এ পড়বো, কেউ মাইন্ড করবেন না আমার কথা বারতা বলার স্টাইল্টাই এমন । তবে আমি সিরিয়াস। শুনলাম সব ব্যাপারে হাল্কা পাতলা বলা আছে এই ব্যাপারে বলা নাই? রিস্ক নিতে চাচ্ছি না পরে আবার ফেরত এসে তো আবার নিয়ে যাওয়ার চ্যান্স নাই, বডি রাইখা যাবো না মাইনষে গুতাগুতি করবে ভাল্লাগবে না, মানুষ এর গুতাগুতি পচন্দের মাঝে পরে না , মরার পরে পৃথিবীর কাছে আমার কোন দাবী নাই, তয় কামুখা পছবো যহন তখন রাইখা গেলাম , আরেকটা কথা পার্টস খুইলা কি বডি ফেরত দিবো নি না রাইখা দিবো কয় দিন, রাখলে ঝামেলা পুলা মাইয়া কান্না কাটি করবো ঝামেলাও পচন্দের না, দেখা গেলো লাশ ছুটাইতেই খবর হয়া যাইতেছে!! ফেইসবুকে কুলকিনারা হইলো নাব্যাপারটার তাই ব্লগে আসলাম ।। কারো জানা থাকলে এই ব্যাপারে দয়া করে আওয়াজ দেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।