আমাদের কথা খুঁজে নিন

   

কে সেই লালন?

যেখানে সাঁইর বারামখানা । শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা ।। যা ছুঁইলে প্রাণে মরি এ জগতে তাইতে তরি বুঝেও তা বুঝতে নারি কীর্তিকর্মার কি কারখানা ।। আত্নতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না ।। যে ধনে উত্‍পত্তি প্রাণধন সে ধনের হল না যতন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হল না ।। এমন তত্ব কথা যার বিশ্লেষন অনেক বৃস্তিত যাহা এখনো আমার কাছে অজাই থেকে গেল ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।