আমাদের কথা খুঁজে নিন

   

হাঁটলেই চার্জ হবে মোবাইল !!!

সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, হাঁটতে হাঁটতেই মোবাইল বা সঙ্গের বৈদ্যুতিক যন্ত্রটিতে চার্জ দেবার কাজটি সেরে নেয়া যাবে। হাঁটার ফলে যে শক্তি উৎপাদন হবে তা সরাসরি মোবাইল ফোন বা সঙ্গে থাকার ডিভাইসটির ব্যাটারিতে জমা হবে। এ প্রযুক্তির সুবিধা নিতে হাঁটার সময় বিশেষ ধরনের একটি জুতা পরতে হবে। খবর সিএনএন-এর। হাঁটার শক্তি কাজে লাগানোর এ পদ্ধতি উদ্ভাবন করেছেন ইউনিভার্সিটি অফ উইসকনসিন-ম্যাডিসন-এর গবেষকরা।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে, নেচার কমিউনিকেশন সাময়িকীতে। গবেষক টম ক্রুপেনকিন জানিয়েছেন, মানুষ হচ্ছে শক্তি উৎপাদনকারী একটা শক্তিশালী যন্ত্র। কেবল একজন মানুষ দৌড়ের সময়ই এক কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করে। আর এ শক্তির একটি ক্ষুদ্র অংশ আধুনিক ডিভাইসের জন্য কাজে লাগানো সম্ভব। ‘এনার্জি হারভেস্টার’ নামের একটি পদ্ধতিতে মোবাইল, ল্যাপটপ, ফ্ল্যাশলাইটসহ ইলেকট্রনিক যন্ত্রগুলোর চার্জ দেয়া যায়।

এ পদ্ধতিতে এনার্জি হারভেস্টারকে জুতার মধ্যে বসিয়ে দেয়া হয়, যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এমফ হারভেস্টার ওয়াই-ফাই হটস্পট হিসেবে কাজ করতে সক্ষম। গবেষকরা জুতা থেকে বিদ্যুৎ উৎপাদনের এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘রিভার্স ইলেকট্রোওয়েটিং’। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।