আমাদের কথা খুঁজে নিন

   

Repo Men (2010)

অনেক দিন ধরেই মুভিটা পড়ে ছিল পিসি তে। কাল দেখলাম। অসাধারন একটা মুভি। জুড লো কে ভাল লাগে আমার, ওর এই মুভিটা দেখে আরও ভক্ত হয়ে গেলাম। মুভির কাহিনি যদিও গাজাখুরি তবুও অ্যাকশন আর ডায়ালগ এর জন্য মুভিটি অসাধারন লেগেছে।

আর মুভিতে ব্যাবহার করা গান গুলা তো অসাধারন। বিশেষ করে Every Day Will Be Like a Holiday – William Bell, Love Lives – Dave Stewart, Dream a Little Dream of Me – The Mamas And The Papas। এবার কাহিনি নিয়ে কিছু বলি। আমি অবশ্য ভাল রিভিউ লিখতে পারি না। আর সব বলতেও চাই না।

আপনারা দেখে নিয়েন। রেমি ( জুড লো ) একটা কোম্পানীতে কাজ করে। কোম্পানীটি মানুষদের কৃত্রিম অংগ প্রতিস্হাপন করে টাকার বিনিময়ে। যারা টাকা দিতে পারে না তাদেরকে মেরে ঐ অংগ নিয়ে আবার অফিসে জমা দেয়াই হলো রেমির কাজ। রেমির পরিবার আছে।

কিন্তু ওর বউ এই কাজটা মোটেও পছন্দ করে না। রেমির অনেক সুন্দর একটা ছেলেও আছে। তো একদিন এক ক্লায়েন্টের কাছ থেকে এই রকম ভাবে অংগ নিতে হবে। সেদিন রেমির বাসায় পার্টি ছিল। রেমির ই অনেল ক্লোজ ফ্রেন্ড জেক বলল যে সে কালেক্ট করবে আর ক্লায়েন্টকে রেমির বাসায় আসতে বলে দিল।

ঘটনা রেমির বউ দেখে ফেলল। এরপর থেকে বউ চলে গেল। একদিন একটা দুর্ঘটনা হয়ে যায় রেমি যখন একটা ক্লায়েন্টের কাছ থেকে কৃত্রিম অংগ কালেক্ট করছিল। পরে সে বুঝতে পারে যে সেও বেচে আছে কৃত্রিম অংগ নিয়ে। এরপর থেকে ঘটতে থাকে ঘটনা যখন সে বেথের দেখা পেল।

ছবির শেষে একটা চরম টুইস্ট আছে। মুভিটি দেখেছি আমি এক বসাতেই। মাঝে মাঝেই হারিয়ে গিয়েছি মুভির কাহিনিতে। মুভিটি আমি উৎসর্গ করলাম সামুর মুভিখোরদের জন্য। অনেকই হয়তো দেখে থাকবেন, যারা দেখেন নি তারাও দেখে নিবেন।

পস্তাবেন না একটুও। সিংগেল লিংক- http://www.fileserve.com/file/P6CTnVt/Repo Men.2010.BRRip.mkv টরেন্ট লিংক- Click This Link মুভিটির সবচেয়ে পছন্দের একটি গান শেয়ার করলাম- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.