আমাদের কথা খুঁজে নিন

   

এমন জান্নাত আমার দরকার নেই!!

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা তার নাম সাওবান। রাসূল সা. এর একজন গোলাম। রাসূলের খাদেম। একজন সাহাবীও। এ পরিচয়গুলোর চেয়ে ভিন্ন এক পরিচয়ে তিনি সবার কাছে পরিচিতমুখ ছিলেন।

রাসূলের জন্য তিনি ছিলেন ‘পাগলপারা ভক্ত’। ক্ষণিকের জন্যও তিনি রাসূল থেকে দূরে থাকতে পারতেন না। নবীর সামান্য অনুপস্থিতিতে অস্থির হয়ে যেতেন তিনি। এমনকি তার চেহারার রং বদলে যেত। একদিন এই সাহাবী তার প্রিয়তম মানুষ রাসূলকে একান্তে কাছে পেয়ে বলে ফেললেন, হে আল্লাহর নবী! আমি কি জান্নাতে গেলে আপনাকে দেখতে পাবো! আপনি থাকবেন কত উঁচুতে, অন্য নবীদের সাথে আনন্দে! আর কে জানে কোথায় থাকবো আমি! বিশ্বাস করুন ইয়া রাসূলাল্লাহ! আমাকে যদি জান্নাত এবং জাহান্নাম থেকে কোন একটি বেছে নিতে বলা হয়- আমি যদি তখন দেখি যে জাহান্নামে গেলে আপনাকে দূর থেকে দেখা যাবে- আমি জান্নাত বাদ দিয়ে ঐ জাহান্নামকে বেছে নিবো।

আমি ঐ আগুনে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো। আপনার দর্শনশূন্য জান্নাতের চেয়ে ওটাই আমার কাছে অনেক বেশি শান্তি ও স্বস্তিদায়ক। রাসূলের জন্য পাগলপারা ভক্তের মুখে এমন অদ্ভুত ভালোবাসার কথা শুনে আল্লাহ পাকের আরশে যেন গুঞ্জন ধ্বনিত হলো। নেমে এলেন জিবরাঈল। তিনি নিয়ে এসেছেন সুসংবাদ।

মহান শক্তিমানের পক্ষ থেকে সূরা নিসার ৬৯ নং আয়াত। যার অর্থ- যারা আল্লাহ এবং তার রাসূলকে মান্য করে, তারা তো থাকবে আল্লাহর পক্ষ থেকে নেয়ামতপ্রাপ্ত আম্বিয়া, সিদ্দীকীন এবং শহীদদের সাথে। বন্ধু হিসেবে এরা কতই না চমৎকার। ' ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।