আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত এক জাতি অদ্ভুত রাজনীতি

অদ্ভুত এক জাতি অদ্ভুত রাজনীতি অদ্ভুত এক দেশ এদেশে রক্ষক হয়ে যায় ভক্ষক। রক্তপায়ীরা দিনের আলোয় তাদের শোষনে নিঃশেষিতের পাশে হত্যাকারী আজ জীবন রক্ষাকারী সেজে বসে আছি খুব কাছাকাছি। মুক্তিযোদ্ধা সনদ আজ রাজাকরের হাতে মুক্তিযোদ্ধারাই বরঞ্চ বঞ্চিত লাঞ্চিত অবহেলিত এমন কি নব্যমুক্তিযোদ্ধাদের হাতে! বিচার চাইলেই সেই সুযোগে প্রতিপক্ষের কয়জন ফাঁসির দরিতে! আমরা এখন চ্যাম্পিয়ন অন্যের ঘাড়ে নিজের দোষ চাপাতে। পারলে দেশটা নিজের নামে করে নিই ভালো কিছু হলে তা শুধু আমার কারনেই। পেশাদার খুনি! তাদের ছেড়ে দিই আর হত্যা হলে বিরুধীদের ঘাড়ে চাপিয়ে দিই পথচারীর জীবন কেড়ে নিই। কত মানুষ অনাহারে তাদের দিকে তাকানোর সময় নাই নিজে বাড়ী গাড়ী ক্ষমতা ছাড়া কোন কিছু ভাবি নাই। এ কেমন মানুষ হলাম এ কেমন মানবতা এ কেমন প্রেমিক যার কাছে প্রেমিকাই ধর্ষিতা। অদ্ভুত এক জাতি অদ্ভুত রাজনীতি অদ্ভুত এক দেশ এদেশে রক্ষকই হয়ে যায় ভক্ষক!!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.