আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরি দাতা প্রতিষ্ঠান গুলোর প্রতারণা

আমাদের দেশে চাকরি দাতা সংস্থা গুলো বেকারদের এক প্রকার শোষন করছে। এটা বলা যায় একপ্রকার ব্যাবসা। বিনা মুলধনে মনে হয় এর চেয়ে ভাল ব্যবসা আর একটিও নেই। এখানে বলা প্রয়োজন এখন ২-১টি পদের জন্য(যদিও অনেক চাকুরিতে পদ সংখ্যা উল্লেখ করা হয় না) চাকরি বিজ্ঞাপন দেওয়া হয় আর এতে হাজার হাজার বেকার লোক আবেদন করে। ঠিক আছে ভাল কথা, চাকরির বিজ্ঞাপন দেবেন।

তার জন্য একটি আদর্শ ফী নির্ধারন করা যেত, যেমন ১০০ টাকা। কিন্তু আমাদের দেশে দেখা যায় সরকারি ও বেসরকারি চাকরি বিজ্ঞাপনে ৩০০ থেকে ৫০০ টাকা পরীক্ষা ফী চাওয়া হয়। ১০০০ জন যদি আবেদন করে তবে ১০০০*৫০০=৫,০০,০০০। যেখানে একজন পরীক্ষার্থীর অন্যান্য খরচ হয়তো ৫০টাকাও হয় না। যা হোক চাকুরি দাতা প্রতিষ্ঠানকে এই পাঁচ লক্ষ টাকা লাভ করতে কতো লক্ষ টাকা ইনভেস্ট করতে হত? সেখানে কিছুই করতে হল না।

আর এই টাকায় নিয়োগকৃত লোক গুলোকে কয়েক বছর বেতন দেওয়া সম্ভব। তার মানে কি বেকারদের টাকায় কর্মচারিদের বেতন দেওয়া হচ্ছে? কেন বেকারদের উপর এতো অত্যাচার? কেন হচ্ছে না এর প্রতিবাদ? তাই সরকারকে অনুরোধ করব, চাকরি তে নির্দিষ্ট অঙ্কের ফী(১০০টাকা) এর আইন করা হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।