আমাদের কথা খুঁজে নিন

   

F**K এর বাংলা আমি কুত্তা!

মজার আছে অনেক কিছু ... আমি সামু ব্লগ পরছি বেশিদিন হয়নি, কিন্তূ যেদিন থেকেই পড়া শুরু করেছি অনেক ভালো লাগছে ... অনেকেরই অনেক সুন্দর, সুন্দর পোস্ট আমি এর মাঝেই সেভ করে নিয়েছি যদি ও ইচ্ছ থাকা সত্বেও নিজে লিখা শুরু করতে পারিনি। যাই হোক, আজ একটা মজার ঘটনা আমি সবার সাথে শেয়ার করতে চাছি; আমি পড়াশুনার জন্য ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত মালেশিয়া তে ছিলাম। তখন কুয়ালামপুরের সবচেয়ে বড় কম্পিটার মার্কেট ‘ল ইয়াট’ প্লাজা তে আমি ২০০৭ থেকে একটা পার্ট-টাইম জব করতাম। তো আমার কোম্পনি তে একমাত্র আমি ছিলাম বাংলাদেশি, আরেকটা ছেলে ছিলো জন্মসুত্রে ইন্দোনেশিয়ান কিন্তূ নাগরিকসুত্রে ছিলো মালেশিয়ান। সবার সাথেই ইংরেজিতেই কথা বলতে হতো তবে যেহেতূ আমি সেলস এ ছিলাম তাই মালেশিয়ান ভাষাটাও কিছু শিখেছিলাম, আর চাইনিজদের কোম্পনি তে ছিলাম বলে ওদের টুকিটাকি ও কিছু জানতাম ...তবে সবচেয়ে ভালো জানতাম জা কিনা ওরা গালমন্দ হিসেবে ব্যবহার করতো।

মাঝে, মাঝে আমার সাথে মজা করার জন্য ওরা চাইনিজ যে গালমন্দই আমাকে করতো সেটাই আমি আবার ওদের রিপ্লে করে দিতাম। ওরা বেপারটাই বেশ মজাই পেতো। আমার যে সুপারভাইজার ছিলো সে একদিন খুব কৌতুহুলি হয়ে আমার কাছে F**K এর বাংলা জানতে চাইলো, আমি সেটার কারন জানতে চাইলে সে আমায় বল্লো পাশের দোকানে একটা বাঙ্গালি ছেলে আছে তাকে নাকি সে অপছন্দ করে...এখন থেকে তাকে সে বাংলায় গালি দিয়ে মজা নিবে। আমি ভাবলাম জেনেশুনে নিজের দেশি একটা ছেলেকে গালি শুনিয়ে কি লাভ, তারচেয়ে ওরা নিজেদের গালি দেক সেটাই ভালো। তাই বলে দিলাম এর বাংলা হলো “আমি কুত্তা” ।

ও তো মহা খুশি, প্রাক্টিস শুরু করে দিয়েছে । যাকে দেখছে তার দিকেই আংগুল তুলে বলছে, আমি কুত্তা’ আর খুব মজা পাচ্ছে। আমাকে মাঝে, মাঝে জিজ্ঞেস করে নিচ্ছে উচ্চারন ঠিক হচ্ছে কিনা। আমি অনেক কষ্টে হাসি থামিয়ে রেখেছি। কিছুখনের মাঝেই ফয়সাল নামের পাশের দোকানের বাংলাদেশি ছেলেটিকে আসতে দেখেই সে বল্লো হেই...“ আমি কুত্তা” “আমি কুত্তা” আর নতুন কিছু একটা শিখে ফেলেছে সেটা নিয়ে খুব ভাব নিচ্ছে।

ফয়সাল একবার আমার মুখের দিকে তাকাচ্ছে আরেকবার আমার সুপারভাইজার এর দিকে, আর মুচকি, মুচকি হাসছে। তারপর সুপারভাইজার কে মুখটা শুকনো করে বলছে ইয়েস, ইয়েস ইউ কুত্তা। আই এম স্যরি কুত্তা , আই এম রিয়েলি স্যরি বস ! তারপর থেকেই আমরা একজন আরেকজন কে দেখলেই হাসি শুরু করে দিতাম। এখনো সে কথা মনে পড়লে ...একা, একা হাসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।