আমাদের কথা খুঁজে নিন

   

কত বড় হইলে ব্রড ব্যান্ড হয় , আর ব্রড ব্যান্ড কত বড় হইলে সামু ব্লগ খোলা যাবে। খুলতে গেলেই লাইন আউট হইয়া যায়।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... ইদানিং সামুর উপরে খুব চাপ বেড়েছে । তাই বর্তমানে প্রতিদিন ব্লগার ভিজিটর মোবাইলের মাধ্যমে ও ব্লগার বেড়ে চলেছে । শুরুতে চাপ কম থাকায় চট করে ব্লগে ঢুকে পড়া যেত। এখন যতই দিন যাচ্ছে মনে হচ্ছে এই পরিমান শক্তিতে চলতে পারবে না । সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি , যে অতি সত্বর শক্তি বাড়ীয়ে ব্লগারদের ব্লগ ব্যাবহারে উতসাহীত করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।