আমাদের কথা খুঁজে নিন

   

জোকস এবং আমার ব্যাক্তিগত অনুভূতি!!!

♥আলোর কাছে অন্ধকার পরাভুত হয় , ন্যায়ের কাছে অন্যায় পরাজিত হয়, আর সত্যের কাছে মিথ্যার পরাজয় সবসময়ই হয়।। ১। একজন অন্ধ আর একজন খোড়া অন্ধ বলছে দোস্ত দ্যাখ কি সুন্দর চাঁদ উঠছে!!!খোড়া বলছে এক লাত্থি দিয়া তোরে দশ মাইল দূরে পাঠাবো!!! শিক্ষাঃ আসলে আমরা যা নই তাই দেখানোর চেষ্টা করি(ক্ষমতার জোরে)!! যেমনে কানায় চাঁদ দেখে আর খোড়ায় খেলে ফুটবল!!!! ২। একজন অন্ধ জীবনে দুধ খায়নি তার বন্ধু তাকে বলছে দোস্ত দুধ খাবি?অন্ধ বলছে দুধ কেমন দেখতে? বন্ধু বললোঃদুধ সাদা, অন্ধ বলছেঃসাদা কিরাম? বন্ধু বলেঃবকের মতন, অন্ধ বলেঃ বক কিরাম দ্যাখতে? বন্ধু আঙ্গুল একটু বাঁকা করে বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলে এই রকম!! অন্ধ ভয় পেয়ে বললোঃবাবারে দুধতো দারূন ব্যাকা খাইলে গলায় আটকায়া যাইতে পারে!! শিক্ষাঃ আমরা আসলে কিছু না জেনেই বা না করার আগে সেই কাজ করতে অনেক ভয় পাই!!আগে সঠিক জ্ঞান নিতে হবে তারপর বিবেচনা করতে হবে, সেটা করা যাবে কি না!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.