আমাদের কথা খুঁজে নিন

   

আলো ছায়া আর সোডিয়াম বাতি

বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ। ছবিটা মহাখালী ফ্লাই ওভার এর উপর থেকে তোলা ৷ রাতের ঢাকার যে কি অদ্ভুত সুন্দর হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না ৷ রাস্তার সোড়িয়াম এর আলো দোকান-পাট গাড়ি এর লাইট আবার কোথাও কোথাও আলোর অনুপস্থিতি সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি হয় ৷ এই ছবিটি আমার ভিষন প্রিয় ৷ বিল বোর্ড গুলোর কাছে যেন নিচের শত শত মানুষ অতি ক্ষুদ্র ৷ আর দেয়ালের মিনা কার্টুন গুল যেন দেয়াল থেকে রেরিয়ে আসতে চাইছে ৷ উল্লেখ্য ছবিটি গত রোজায় তোলা ৷ রাতের ঢাকার এখন যে অবস্থা পুলিশ মানুষ মেরে ফেলছে ছিনতাই কারি বলে ৷ গন পিটুনিতে মানুষ মরছে ৷ আর ছিনতাই এর কথা টা তো আর বলার প্রয়োজন বোধ করি না ৷ এই অবস্থায় হয়ত অসম্ভব সুন্দর এর অভিজ্ঞতা থেকে আমরা সবাই বঞ্চিত হচ্ছি ৷ কিন্তু এসব দেখার কি কেউ আছে ? আলো ছায়া এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে ৷ একবার ভাবুন তো এই রাস্তা ধরে হাটতে কেমন লাগবে ? গভীর রাতে ? আমি কল্পনা করি আর সেই সব দিন গুলো মনে করি ৷ জীবন টা অদ্ভুত সুন্দর ৷ শত সমস্যার মাঝেও সুন্দর ভাবে বাচা যায় ৷ শুধু একটু সিক্রেট জানতে হয় ৷ বাধা ধরা নিয়ম গুলো ছুড়ে ফেলেদিন ৷ দেখবেন জীবন টা অদ্ভুত রকমের উপভোগ করতে শুরু করেছেন ৷ তখন দেখবেন আশে পাশের সবই ভাল লাগছে ৷ তখন বুঝবেন এতদিন আপনার চোখ দুটো বন্ধ ছিল ৷ ছবি গুলো তোলা হয়েছে Nikon CoolPix S220 দিয়ে ৷ আর ছবি গুলো মূলত তোলা আমার ফেসবুক পেজ এর জন্য : http://www.facebook.com/NTTBAP  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।