আমাদের কথা খুঁজে নিন

   

সমাধানঃ একজন রিক্সাওয়ালা কিভাবে রোজা রাখবে?

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। আসলে প্রত্যেক মুসলমানের জানা উচিত কিভাবে হিকমতের সহিত মানুষের সাথে কথা বলতে হয় (আমিও আগে পারতাম না, আর এটা আপনাকে আক্রমন করার জন্য বলছি না)। একজন মাটি কাটা শ্রমিক কিংবা একজন রিক্সাওয়ালা কিভাবে রোজা রাখবে? এর একটা সহজ সমাধান আছে। যা আপনি একটু চিন্তা করলেই পেয়ে যাবেন।

রোজা হচ্ছে ১ মাস, আর বছরে বাকি থাকে ১২ মাস। যে রোজা রাখতে চায়, সে যদি বাকী ১১ মাসে প্রতিদিন বা প্রতি মাসে কিছুটাকা সঞ্চয় করে এই নিয়তে যে, সে রোজার সমায় কাজ করবে না বা কাজ করলে ও রাতে কাজ করবে বা অল্প কাজ করবে। তবে এটা একদমই সহজ হয়ে যাবে। আসলে রোজা রাখার জন্য নিয়তটাই জরুরী। ঢাকায় এমন অনেক রিক্সা ওয়ালা আছে যারা এই নিয়মটা ফলো করে রোজা রাখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।