আমাদের কথা খুঁজে নিন

   

সময় বড় বেঈমান

শৈশবে আমি ছিলাম একা তখনো বন্ধু ছিল অনেক, তাদের নিয়ে কাটতো সময় এটি ছিল বছর দশেক আগের দেখা। একসাথে নাইতে যেতাম ছিল না যে, সময়ের বাধা একই সাথে হেসে খেলে দিন কেটেছিল আমার কখন যে সময়, গড়িয়ে গেছে করে অবহেলায়। এসেছে কৈশোর রঙ্গিন স্বপ্নে বিভোর বন্ধু-বান্ধবী সব একাকার সবাই যেন সবার। আর এখন, কেউ করে না কারো খোঁজ ভুলে থাকে সবাই রোজ রোজ নেই বন্ধু- বান্ধবীর কাছে বন্ধু-বান্ধবী'র মান তাই এখন, সময় বড় বেঈমান এম. এ. জলিল ০১৯১৫৮৯৮২৫০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।