আমাদের কথা খুঁজে নিন

   

চোখ সমুদ্র

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি। কন্যা তোমার চক্ষু সমুদ্রে যে গোপনতার রাষ্ট্র গড়েছ... তার সংবিধান কি আমায় দেখাবে? আমি না হয় অবুঝ জনতার কাতারে দাড়াবো, আমায় ভাসাবে? কত না কাতর রাত করেছি পার, পাথর হওয়ার সব আয়োজন করাই ছিল। কেবল কি যেন খেয়ালে রাষ্ট্র গেড়েছিলাম তোমার সমুদ্রে। সেই থেকে আমি ভাসতে চাই। যত রহস্য থাক লুকিয়ে, যত গোপনতার আস্তানা, যে সংবিধান করেছ রচনা? রেখোনা কেবল চক্ষু সমুদ্রে, চোখ যেন কেবল মনের ছবি হয়............ সে ফ্রেমে আমি বন্দী হব।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।