আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং আমাদের ভবিষ্যৎ।

চোখের সামনে দেখছি দেশটাকে লুটেপুটে খাচ্ছে কিছু লোক। সবাই জানি, সবাই বুঝি, ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে এরা যা খুশী তাই করছে। আমরা জিম্মি হয়ে আছি। কিছু করার নেই, কিছু করতে পারারও কথা নয়। কারণ জাতি হিসেবে আমরা ভীতু, অশিক্ষিত, শ্রদ্ধাবোধহীন, আত্মসম্মানবোধহীন। উত্তরাধিকার সূত্রে জায়গা জমি, সম্পত্তির সাথে আমরা এসব দোষ বহন করে চলেছি। আমরা অন্যের মতের সাথে সহমত পোষন করতে ভীতু হয়ে যাই, আমিতো আবার ছোট হয়ে গেলাম না? আজব আমরা!! অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল না হতে পারলে আমার মতকেও কেউ সম্মান করবে না। নির্দিধায় উপরের দিকে থু থু বাঙালী ছাড়া আর কে ছুড়বে বলুন? বড় ভুল সময়ে জন্ম। নাকি ভবিষ্যৎ টা আরো খারাপ? কে জানে? আমি আশাবাদী, সময়ের স্রোতে আমাদের রক্ত শুদ্ধ হতে হতে একদিন আমাদের বংশধররা সমস্ত ভাল গুনাবলী অর্জন করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।