আমাদের কথা খুঁজে নিন

   

২টি দৈনিকে প্রকাশিত রিপোর্টে জামায়াতের প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠে ‘২১ আগস্ট গ্রেনেড হামলা, জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয় দেশ-বিদেশে' শিরোনামে এবং দৈনিক সমকালে ‘নেপথ্যে প্রাসাদ ষড়যন্ত্র' শিরোনামে গতকাল সোমবার প্রকাশিত রিপোর্টে ‘২১ আগস্টের গ্রেনেড হামলার পূর্বে হাওয়া ভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উপস্থিত ছিলো' মর্মে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম গতকাল বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, হাওয়া ভবনে অনুষ্ঠিত হয়েছে বলে কথিত ঐ বৈঠকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের উপস্থিত থাকা তো দূরের কথা তিনি মন্ত্রী থাকাকালে হাওয়া ভবনে কখনো যাননি। কাজেই ঐ বৈঠকে তার উপস্থিত থাকার প্রশ্নই আসে না। দৈনিক জনকণ্ঠের রিপোর্টে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ‘জঙ্গিদের প্রশিক্ষণে সার্বিকভাবে সহযোগিতা করার' যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সবই মিথ্যা। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দোষী সাব্যস্ত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠ ও সমকালের রিপোর্টে অসত্য অভিযোগ উত্থাপন করা হয়েছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে এ দুটি সংবাদপত্র ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতভাবে যে অপপ্রচার চালিয়ে আসছে গতকালের রিপোর্টে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তারই অংশ। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে এভাবে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য তিনি দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সমকাল পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।