আমাদের কথা খুঁজে নিন

   

আমি (আল্লাহ) গুপ্তভান্ডার ছিলাম “

অতএব কষ্টের সাথ সফলতা রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সফলতা রয়েছে, অতএব যখনই সময় পাও কঠোর পরিশ্রম কর। {আল-ইনশিরাহঃ৫-৭} "আমি (আল্লাহ) গুপ্তভান্ডার ছিলাম। আমি পরিচিতি হতে পছন্দ করলাম। তখন আমি সৃষ্টিজগত সৃষ্টি করলাম; যেন আমি পরিচিত হই”" আমাদের দেশে হাদীসের নামে বিভিন্ন মিথ্যা কথা প্রচলিত আছে। এসব প্রচলিত বানোয়াট কথার মধ্যে এটি অন্যতম।

যা অনেকের কাছে হাদীস হিসাবে পরিচত। সমাজে জাল হাদীস দুই ধরনের। এক প্রকারের জাল হাদীস যেগুলোর সনদ আছে এবং তা কোনো কোনো গ্রন্থে সনদসহ তা সংকলিত আছে। সনদ নীরিক্ষার মাধ্যমে মুহাদ্দিসগণ সেগুলোর জালিয়াতি ধরতে পেরেছেন। দ্বিতীয় প্রকারের জাল হাদীস যেগুলি কোনো গ্রন্থেই সনদসহ সংকলিত হয়নি।

কোথাও কোনো গ্রন্থে তা সনদসহ পাওয়া যায়না। অথচ লোকমুখে প্রচলিত হয়ে গেছে এবং লোকমুখে প্রচলনের ফলে কোনো কোনো আলিমগণ তা সনদ ছাড়া উল্লেখ করেছেন। এই প্রকারের কথা সম্পূর্ণ অস্তিত্তবিহীন ও সন্দবিহীন বানোয়াট। এবং উপরের বাক্যটি এই পর্যায়ের। [ ইবনু তাইমিয়া, আহাদীসুল কুসাস পৃঃ ৫৫; ইবনু ইরাক, তানযীহ ১/১৪৮, মোল্লা কারী, আল-আসরার পৃঃ ১৭৯ ] "কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মায়ের নামে ডাকবেন" আরেকটি বানোয়াট ও মিথ্যা কথা হলোঃ কিয়ামতের দিন আল্লাহ মানুষদেরকে মায়ের নামে ডাকবেন।

এই বাক্যটি একদিকে যেমন বানোয়াট বাতিল কথা অপরদিকে সহীহ হাদীসের বিপরীত। ইমাম বুখারী ও অন্যান্য মুহাদ্দিস সংকলিত বিভিন্ন সহীহ হাদীসে উল্লেখ করা হয়াছে যে, কিয়ামতের দিন মানুষদের পরিচয় পিতার নামের সাথে প্রদান করা হবে। বলা হবে। , অমুক, পিতা অমুক বা অমুক ব্যাক্তির পুত্র অমুক। [ ইবনু আদী, আল কামিল ১/৫৫৮-৫৫৯; ইবনু হিব্বান, আল-মাজরুহীন ১/১৩৭-১৩৮; ইবনুল জাওযী, আল-মাউযূআত ২/২৪০; সুয়ূতী, আল-লাআলী ২/২৪৯; যারকানী, মুখতাসারূল মাকাসিদ পৃঃ ৭৬, আলবানী, যয়ীফাহ ১/৬২১-৬২৩ ] "শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম" এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.