আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে আমার বসবাস এবং বিড়ম্বনা?- আঞ্চলিকতার খপ্পরে আমি

স্বাগতম, এখানে দলমত নির্বিশেষে সকলকে বাঁশ দেয়া হয় আপনাদের কেউ কি আগে কখনো চট্টগ্রামে গিয়েছেন? গিয়ে থাকলে নিশ্চই জানেন এরা কতো খারাপ , হারামী। চাকুরির খাতিরে দু মাস হলো এখানে আছি আমি। কয়েকদিন পর চলে আসবো। কিন্তু এখানে এসে আমার অদ্ভুত অভিজ্ঞতা হলো। এদের ব্যবহার দেখে চমকে যেতে হয়।

রাস্তাঘাট বলেন আর দোকান বা মার্কেট বলেন যেখানে যাই এদের রূঢ় ব্যবহার দেখে আশ্চর্য্য হয়ে যাই। কোন ধরনের সৌজন্যবোধ এদের মধ্যে নেই। কোন দোকানে গিয়ে কিছু কিনতে যাবেন, আপনার দিকে কটমট করে তাকিয়ে কথা বলবে। আর যদি দামাদামী করতে যান তাহলেতো সারছেই, আপনাকে অপমান করবে। আমারতো মনে হয় বাটপারীর দিক দিয়ে এরা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে আছে।

মুদি দোকান থেকে শুরু করে বড় মার্কেট পর্যন্ত খারাপ জিনিস দিয়ে বেশী দাম বাগিয়ে নেবে। কাচাবাজারে গেলে আপনাকে ওজনে কম দেবে। বাসে ঊঠে বাস যাত্রীকে সাইড দিতে বলবেন, সে সরবেনা, উলটো তাকে ক্রস করার সময় আপনাকে ঠেলা দেবে। একদিন এক মহিলা উঠলো বাসে। সুন্দরী ভদ্র মহিলা কোলে এক শিশু।

বেচারীর সাথে আছে একটি ভারী ব্যাগ। সে এটা বাসে উঠাতে পারছেনা। । বাসের হেল্পারকে বলল উঠিয়ে দিতে। সে উঠিয়ে দিলো।

সঙ্গে সঙ্গে ড্রাইভার চিটাগাং এর ভাষায় চেচিয়ে উঠলো,"নিজের ব্যাগ নিজে ঊথায়ে নিতে পারেন না। " । বাস যাত্রীরা হতভম্ব। কয়েক যাত্রী বাস ড্রাইভারকে বকাযকা করলো। এরচেয়েও খুব খারাপ খারাপ ঘটনার সম্মুখীন হই।

সব এখানে বলে শেষ করা যাবে না। অবাক ব্যপার হচ্ছে এদের সাথে আপনি যত ভদ্র ব্যবহার করবেন এরা আপনার সাথে তত খারাপ ব্যবহার করবে। কেউ কেউ হয়তো বলবেন ঢাকাতেও এমন হয়। কিন্তু না এখানকার মত এতো বাজে জায়গা আপনি পাবেন না। এদের ব্যবহার খুব খারাপ।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.