আমাদের কথা খুঁজে নিন

   

না হেসে উপায় নাই!!! - ৬

>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<< >>> এই পোস্টের সকল কৌতুক এবং ছবি ফেবুকের অসম্ভব হাসির পেইজ “না হেসে উপায় নাই (Naa hashe upay nai)" থেকে সংগৃহীত। *** শিক্ষকঃ আচ্ছা, বলতো Grammar কাকে বলে? ছাত্রঃ যারা গ্রামে থাকে তাদেরকে Grammar বলে। আর বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা Grammar এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ Grammar বলে, স্যার........! *** কম্পিউটারে ওস্তাদ এক শিশুকে তার মা বিজ্ঞান পড়াচ্ছেন, ‘পৃথিবী নিজ অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় ২৪ ঘণ্টা। ’ শিশু : এত সময় নেয়? পৃথিবী নিজেকে এখনো আপগ্রেড করছে না কেন? *** এক ‍ভদ্রলোক তার বাচ্চাটিকে নিয়ে পার্টিতে গেছেন। আড্ডায় আড্ডায় তিনি অনেকক্ষণ ধরেই মদ্যপান করছেন, হঠাৎ তার বাচ্চার কথা মনে হতেই পাশে তাকিয়ে দেখলেন তার বাচ্চাও খানিকটা মদ্যপান করে ফেলেছে।

তিনি ঐ মদ্যপ অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে পার্টি থেকে বাসায় ফিরছেন আর একটু পর পর বাচ্চাকে বকছেন। হঠাৎ একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার গাড়ি থামিয়ে প্রশ্ন করছেন, ট্রাফিক পুলিশঃ আপনার গাড়ি চালানো দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি নিশ্চয় মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছেন! লোকটিঃ না, আমি মাতাল নই। ট্রাফিক পুলিশঃ আচ্ছা ঠিক আছে, আপনি হা করুন আমার কাছে ডিটেক্টর মেশিন আছে আমি চেক করছি আপনি মাতাল কি-না? লোকটি হা করলো এবং মেশিনে ”মাতাল“সিগনাল দিল। ট্রাফিক পুলিশঃ মেশিন বলছে, আপনি মাতাল। লোকটিঃ আপনার মেশিন নষ্ট।

ট্রাফিক পুলিশ‍ঃ অসম্ভব! লোকটিঃ ঠিক আছে, আপনি আমার এই ছোট বাচ্চার মুখে মেশিনটি ধরুন, দেখি কি সিগনাল দেয়? এতটুকু বাচ্চাতো আর মদ পান করে না! ট্রাফিক পুলিশঃ ঠিক আছে, বাবু মুখ হা করো তো...। বাচ্চাটি মুখ হা করলো। এবং মেশিনে যথারীতি “মাতাল” সিগনালই দিল। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশটি লজ্জিত হয়ে বলল, ট্রাফিক পুলিশঃ আপনার সময় নষ্ট করার জন্য স্যরি। অনেক দিন আগের মেশিন তো তাই মাঝে মধ্যেই ডিস্টার্ব দেয়!!! >>> এই পোস্টের সকল কৌতুক এবং ছবি ফেবুকের অসম্ভব হাসির পেইজ “না হেসে উপায় নাই (Naa hashe upay nai)" থেকে সংগৃহীত।

>>> না হেসে উপায় নাই!!! >>> না হেসে উপায় নাই!!! - ২ >>> না হেসে উপায় নাই!!! - ৩ >>> না হেসে উপায় নাই!!! - ৪ >>> না হেসে উপায় নাই!!! - ৫  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।