আমাদের কথা খুঁজে নিন

   

ইহা একখানা প্রেম পত্র, (………………….........)

আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... ভাবলাম তুমাকে গুলাপই দিবো সবাই দেয়, আমি তবে নই কেনো? পরে ভাবলাম না অন্যকিছু, অন্যকোনো ভাবে দেই একটা পধ্ম। মনে হলো তুমি ভাববে শ্যাওলা ভীষন আমার মনে পধ্ম দিয়ে ভিজিয়ে দিলাম তোমার ক্ষনেক। তবে কাগজের ফুল দিই? মনে হল তোমার অভিমান ভরা এক বিকেলের গল্প। যা চলে যাবে তাকেই ভালোবাসতে ইছে ভীষণ, মানুষ কেনো কাগজ দিয়ে ফুল বানালো? কিত্রিমতা জড়িয়ে দিলো? তুমি জানো না ভীষন মনে ধরেছিলো তোমার সেই কথা সেদিন। “যা চলে যাবে তাকেই ভালোবাসতে ইচ্ছে ভীষণ” তাই তোমার সেই ক্ষনিক পাশের সময় আমি আবার করি না আমার। ভাবলাম হৃদয় টা দিয়ে দেই, মনে হলো হৃদয় দিলে হৃদয়হীন হয়ে যাবো। তোমাকে তখন রাখবো কোথায়? তোমাকে একটা সমুদ্র আর একটা আকাশ দিয়ে দেয়া যেতো ভগবানের সাথে কথা বলে নিতে হতো শুধু উনার সাথে ভীষন রখম খাতির আমার বললেই দিয়ে দেন… কিন্তূ আমার মনে যদি ভীষন দেয়া হয় না কিছুই ইশন জমাতে জমাতে হৃদয় জমে বরফ এখন বরফ ভেঙ্গে নিয়ে যেও "তোমার ভালবাসা" জেনে রেখো ভালোবাসা বরফে ভালোবাসাই থাকবে। (.... এক মেয়ের নাম যাকে ভালবেসে সমুদ্র হতে চেয়েছিলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।