আমাদের কথা খুঁজে নিন

   

মৎস বিলাপ ২

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী। ১. কংস নদের ছোট ছোট ধারা বেয়ে পৌঁছে গেলে ছায়ামগ্ন জলে জলের ভেতর সহাস্যে সক্রিয় ছিলো আমার মাছ স্বাধিন সতেজ বহমান পিত্তে ছিলো সুতীক্ষ্ণ চোখ নৈকট্য দূরবর্তীনি হে মৎসগুলো আমার প্রতিভূ ছিলো। তুমি যত দূরেই যাও না কেন নীরব জলের খোঁজে আমার স্বপ্নের সহোদর মৎস্যগুলো ঝাঁকে ঝাঁকে অনুসরন করে যাবেই তোমার ব্যাকুল নৌকো। ২. হে জলবৈদ্য প্রহার করো আমাকে প্রদাহ মোছনে আর উপকারী কিছু নেই। দীঘল তিমির পিঠে আত্মাকে আমার ঠেলে দাও জ্বলবে জ্বলুক জলের উনুনে গলে গলে সফল বর্জ্য জমে আছে মন ও মননে। সমুদ্রের টালিখাতা ভরে আছে অসংখ্য ঢেউ জানে কি না জানি না কেউ প্রতিটি ঢেউ আসলে মাছের দীর্ঘশ্বাস প্রতিটি ঢেউ আসলে হাঙ্গরের আহার। জলবৈদ্য হে আমার সর্বাঙ্গ বদলে আমাকে প্ররোচিত করো স্থলের বিপক্ষে না হয় আমিও বাঁচবো হয়ে জলের সতীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।