আমাদের কথা খুঁজে নিন

   

হাত নেড়ে সালাম প্রদানে অনুকরন বর্জন

অতএব কষ্টের সাথ সফলতা রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সফলতা রয়েছে, অতএব যখনই সময় পাও কঠোর পরিশ্রম কর। {আল-ইনশিরাহঃ৫-৭} আমরা অনেকেই সালাম দেয়ার সময় নিজের হাত ব্যাবহার করি কিংবা মাথা ঝুকাই। এমনকি সালাম এর শব্দ উচ্চারন না করেও হাতের ইশারাতে কিংবা মাথা ঝুকানোর মাধ্যমে সালামের অর্থ প্রকাশ করি। সালাম এর জবাবেও একই কাজ করি। আসলে এই কাজ টা কতটুকু ঠিক??? জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "তোমরা ইহুদি-নাসারাদের পদ্ধতিতে সালাম দেবেনা; কারণ তারা হাতের তালু, মাথা ও ইশারার মাধ্যমে সালাম দেয় " [হাদিসটির সনদ সহীহ] {নাসাঈ, আস-সুনানুল কুবরা ৬/৯২; ইবনু হাজার, ফাতহুল বারী ১১/১৪; আলবানী, জিলবাবুল মারআহ, পৃঃ ১৯৩-১৯৪} এ অর্থে অন্য হাদীসে বর্ণিত হয়েছে; " যে ব্যাক্তি আমাদের ছাড়া অন্য সম্প্রদায়ের (অমুসলিম সম্প্রদায়ের) অনুকরণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তোমরা ইহুদী ও নাসারাদের অনুকরণ করবে না। ইহুদীরা সালাম দেয় আঙ্গুলের ইশারায় এবং খ্রিষ্টানগণ সালাম দেয় হাতের ইশারায় ”" [হাদিসটি হাসান] {তিরমিযী, আস-সুনান ৫/৫৬; তাবারানী, আল-মু’জামুল আউসাত ৭/২৩৮; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৮/৩৮-৩৯; আলবানী, জিলবাবুল মারআহ, পৃঃ ১৯৩-১৯৪; সহীহুল জামি’ ২/৯৫৬ } এখানে লক্ষণীয় যে, সালামের সময় হাত নাড়ানো, ইশারা ইত্যাদি একান্তই জাগতিক বিষয়। তবুও এসকল বিষয়ে আমাদের রাসূলুল্লাহ (সাঃ) অমুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করতে নির্দেশ দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।