আমাদের কথা খুঁজে নিন

   

বড় কষ্টে আছি, আইজুদ্দীন!

কয়েক বছর আগের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, শহীদ মিনারর আশেপাশের দেয়ালে প্রায়ই লেখাটি দেখা যেতো"বড় কষ্টে আছি, আইজুদ্দীন!" দেয়াল লেখকের কষ্ট যাই থাকুক,এখন আমরা পাবলিক বড় কষ্টে আছি। আজ বাজারে মরিচের দাম ২০০ টাকা প্রতি কেজি। শবজি ৪০-৫০টাকা। বুট ,তৈল,সবগুলো উর্ধগতি।

স্বামী-স্ত্রী উভয়ই চাকুরী করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি,লোন করে চলতে হচ্ছে। রাস্তায় বেরুলে রিকসাভাড়া দুই থেকে তিনগুন বেশী। বাস ভাড়া একই অবস্হা। বাজার, বাসাভাড়া, যানবাহন ভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ সবকিছুর দাম বেড়েছে কয়েক গুন কিন্তু বাড়েনি বেতন। আমাদের মতো লোকদের কষ্ট দেখার কেহই নেই।

সরকারকে বলে লাভ কি! তারা আছে বিচার নিয়ে আর বিরোধী দলকে দমন নিয়ে। ভারত প্রেমের ক্লাইমেক্সে পৌছেছে। আমাদের মতো নিরীহ পাবলিকদের নিয়ে সরকারের কোন ভাবনাই নেই। মন্ত্রীদের কথার ফুলঝুরি আর উজ্জল চেহারা আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ রাস্তার যে অবস্হা, খ্যাতিমান শ্রদ্ধেয় ব্যক্তিদ্বয়ের সড়কদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, বিভিন্ন রুটে বাসচলাচল বন্ধ হয়ে যাওয়া, জনদুর্ভোগ ভয়াবহ রুপ নিয়েছে।

জননিরাপত্তার অবস্হা আশংকাজনক পর্যায়ে, বেপরোয়া পুলিশ; রক্ষক আজ ভক্ষক। আমাদের এই কষ্টের শেষ কোথায় জানিনা। কার কাছে প্রতিকার চাইব! আমরা পাবলিক বড়ই কষ্টে আছি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।