আমাদের কথা খুঁজে নিন

   

এসে গেল মজিলা “ফায়ারফক্স ভার্সন ৯.০- নাইটলি”

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। এক বছরের মধ্যেই ফায়ারফক্স ৪ থেকে একেবারে ৯ পর্যন্ত অনেকগুলো আপডেট পরপর বের করেছে ফায়ারফক্স। এই ওপেন সোর্স কোম্পানিটি ব্রাউজার জগতে নিজেকে জায়ান্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে অনেক আগেই। তবে গুগল ক্রোম ফায়ারফক্সের এর তুলনায় দ্রুতগতির হওয়ায় এর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে গিয়েছিল। সে কারনেই নাকি অন্য কোন কারনে ফারায়ফক্স একের পর এক ভার্সন বের করছে নতুন নতুন আপডেট সহ।

চলুন দেখি কি আছে ফায়ারফক্স ৯ ভার্সনটিতে- দ্রুত ওপেনিং মেমোরি ও আগে থেকে কম নেয়। পিসি স্লো হবে না । super fast hardware rendering . ওয়েব এর ভিডিও এবং বিভিন্ন contents আরও smooth & fast করতে পারবেন। Diretct2D & Direct3D supported, 3D contents. আর এতে সাহায্য করেছে Graphics giant nVIDIA! এতে যুক্ত করা হয়েছে “Do not track” technology যা আপনার লোকেশান ট্র্যাক করতে দিবে না, তাই আর কোন অবাঞ্ছিত বিজ্ঞাপন নয়। ভার্সনটি এখনো টেস্টিং পর্যায়ে আছে।

ইউজারদের বাগ রিপোর্ট এবং মন্তব্যের উপর ভিত্তি করে এর প্রয়োজনীয় ডিবাগিং এবং আপগ্রেডিং করা হবে পরবর্তীতে। মূল আর্টিকেল সূত্রঃ সুখবর২৪.কম  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।