আমাদের কথা খুঁজে নিন

   

রক / মেটাল মিউজিক এ বাংলাদেশ

সাধারন ব্লগার আমাদের দেশ সঙ্গীতের / মিউজিক এর দেশ , এটা আমরা সবাই জানি । আমাদের মাটিতে অনেক জ্ঞানী গুণী সংগীত শিল্পী জন্মেছেন । যারা আমাদের দেশকে পুরো পৃথিবীর কাছে পরিচয় করিয়েছেন তাদের সঙ্গীতের মাধ্যমে । তাই আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ । কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু তৃতীয় সারির পপ শিল্পীরা দেশের মিউজিক এর সুনাম কে ধ্বংস করছে ।

আমরা জানি পপ আমাদের দেশের সংস্কৃতি না । এটি একটি আন্তর্জাতিক জনার । আমাদের দেশের অনেক মানুষ এর পপ মিউজিক অনেক ভালবাশেন। আমি বলছি না পপ মিউজিক করা খারাপ । আমাদের দেশের মিউজিক কে আন্তর্জাতিক মানের করতে হলে পপ করা ভালো ।

কিন্তু এই জিনিষ টা কে যদি তারা শুধু মাত্র দেশে জনপ্রিয়তা পাওয়ার জন্য ব্যাবহার করে তাহলে আমার সমস্যা আছে । আমাদের দেশের এই ফালতু পপ মিউজিক এর জন্য দেশের বাইরে আমাদের নাম খারাপ হচ্ছে । মুল কথায় আসি । আমাদের দেশের রক মেটাল মিউজিক সম্পর্কে যারা জানেন না , তাদের জন্য আমার এই পোস্ট । মনের অনেক কষ্ট থেকে এই পোস্ট টি লিখলাম ।

স্বাভাবিক ভাবে আর্টসেল , ওয়ারফেজ , ব্ল্যাক আরও অনেক রক / মেটাল ব্যান্ড আছে যাদেরকে আপনারা অনেকেই চিনেন । তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই । আজ যাদের সম্পর্কে বলব তাদের আন্ডার গ্রাউনড ব্যান্ড বলা হয় । এই সব ব্যান্ড রা সাধারণত দুনিয়ার সেরা সেরা মেটাল ব্যান্ড দের গান কভার করে থাকে। নিজে দের গান ও করে ।

এ সব ব্যান্ড এর নিজেদের গান গুলো কত টা আন্তরজাতিক মানের কেউ টা না শুনলে বিশ্বাস করতে পারবেন না । বর্তমানে বাংলাদেশ আন্ডার গ্রাউনড ( UG ) এর সেরা ব্যান্ড বলা যায় মেকানিক্স , পাওারসারজ , মিরর ব্লেয , সেভারে দেমেন্সিয়া , ভেতাস্ত , স্যাটানিক ইত্যাদি কে । এদের গান কত টা আন্তর্জাতিক মানের তা এক বার শুনলেই বুঝবেন । অনেকের UG সম্পর্কে কিছু ভুল ধারনা আছে । তারা মনে করেন , এখানে খুব আজে বাজে ছেলে মেয়েরা যায়।

ধনী বাবার নষ্ট ছেলেরা এখানে মিউজিক করে । আমি বলতে চাই , আজে বাজে ছেলে মেয়েরা কোথায় না যায়? আর আমি একটি মধ্য বিত্ত ঘরের ছেলে । আমার একটি UG ব্যান্ড আছে । আমি প্রায় প্রতি সপ্তাহে কনসার্ট করি । আমি এমন কিছুই করি না , যেন আমার বাবার সম্মান নষ্ট হয়।

আমার মতো এমন অনেক ছেলে ই আছে । তো সেই ভুল ধারনাটি কারোই করা উচিত নয়। আমরা জানি মেটাল করে আমরা জনপ্রিয় হতে পারব না । কারন বাংলাদেশে মেটাল বুঝে এমন মানুষ খুব কম । কিন্ত এটা আমাদের আন্দোলনের মত ।

এই প্রতিভার জায়গা টি কে আমরা হারিয়ে যেতে দিব না । আপনারা যারা রক / মেটাল শুনেন না , তারা কোন মেটাল ব্যান্ড এর অ্যালবাম কিনেন , শুনেন । বুঝতে পারবেন আমি কেন আমাদের দেশের পপ কে খারাপ বলছি । তারা কিছু ই করে না । সব করে computer . কিন্তু আমরা যা করি সব নিজের কষ্টের , পরিশ্রমের ফসল ।

আমার একটি বন্ধুর ব্যান্ড এর গান নিচে দিলাম । আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ব্যান্ড এর গান দেয়ার ইচ্ছা ছিল । কিন্তু এখনো release হয় নি । যাই হোক বেশি বেশি মেটাল গান শুনবেন ।

পারলে বাংলাদেশি পপ কে বয়কট করবেন । ধন্যবাদ। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।