আমাদের কথা খুঁজে নিন

   

''চলো বিয়ে করি'' --বিভ্রাট

আমার এক আদরের মামাতো ভাই আছে। মজার কোন এসএমএস পেলে সেটা আমাকে তার পাঠানো চাইই। আমারও তাই। আমাদের মধ্যে একটি অলিখিত চুক্তি হলো , আমাদের মধ্যে যেই কোন মজার এসএমএস পাবে, সে অন্যজনকে অবশ্যই সেটা পাঠাবে। তারই ধারাবাহিকতায় একদিন ও আমাকে একটা মজার পিকচার এসএমএস পাঠায়। ''চলোবিয়ে করি'' ফ্রি এসএমএস এর বদৌলতে আমিও সেই এসএমএস আমার বন্ধু সম্প্রদায়ের মধ্যে গণহারে বিলি করার দায়িত্ব গ্রহণ করলাম। পাঠালাম বান্ধবী মুন্নিকেও। কিন্তু এসএমএস টা পাঠিয়েই বুঝলাম কী ভুলটাই না আমি করেছি! আমি মুন্নির বাবার নম্বরে এসএমএস টা পাঠিয়ে দিয়েছি। খুবই দুঃশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। এক মিনিটের মধ্যে মুন্নির এসএমএস, ''আব্বাজানের মোবাইলে এসব কী এসএমএস পাঠাস?'' (যা শিখলামঃ এসএমএস একবার সেন্ড করে ফেললে সেটা আর ফেরত নেওয়া যায় না)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।