আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের যত বিস্ময়কর জাম্বু(বড় ) স্থাপনা

নেটে ঘুরতে ঘুরতে নানান সময় নানান ধরনের মজার ছবি চোখে পড়ে। এর কোন কোনটি হয়তো সুন্দর, রহস্যময় বা উদ্ভট। কখনো কখনো ইচ্ছে করে সবার সাথে তা শেয়ার করি। আর তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি পৃথিবীর সবচেয়ে বড় কিছু জিনিসের ছবি। ১।

সুইমিংপুল পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর সুইমিংপুলের নাম ওশেন ডোম; জাপানের মিয়াজাকি শহরের, সিগাইয়া নামক পাড়ায় অবস্থিত। ৫ একর জায়গা দখল করে আছে এটি। । ২। সেতু Donghai Bridge পৃথিবির সবচেয়ে দীর্ঘ সামুদ্রিক সেতু (Cross Sea Bridge), ৩২.৬ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি চীনে অবস্থিত।

৩। শপিং মল Gross Leasable হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শপিং মল, যা ৭.১ মিলিয়ন স্কয়ার ফিট জায়গা জুড়ে এর বিস্তৃতি । ৪। স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল স্টেডিয়ামটি হচ্ছে New Wembley Stadium, ইংল্যান্ডের রাজধানী লন্ডনে গেলে দেখতে পাবেন একে। ১.৬ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামের ধারন ক্ষমতা ৯০,০০০।

৫। হোটেল বিশ্বের একমাত্র ৭ তারা হোটেলটি হচ্ছে দুবাইয়ের Burj Al Arab Hotel, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হোটেল এটি। ৬। ফ্লাই অভার পৃথিবীর সবচেয়ে প্যাচালো ফ্লাই অভার রয়েছে টেক্সাসে। ১০টি হাইওয়ে এসে নিজেদের মাঝে ইন্টার চেঞ্জ করেছে এই প্যাচালো ফ্লাই অভারের মাধ্যমে।

৭। মূর্তি সর্বোচ্চ স্টেচু বা মূর্তি হচ্ছে Christ The Redeemer Statue, এটি ব্রাজীলে আবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি। আজ এই পর্যন্তই, আগামীতে আরও ভিন্নকিছু আনতে চেষ্টা করব... যদি পাই... , ভালো থাকবেন সকলে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.