আমাদের কথা খুঁজে নিন

   

ইহজগতে দৌড়ে বেরানো ভাইদের জন্য পরকালের ৫ মিনিটের ছোট একটা ভিডিও!!! অন্তত ৫ টা মিনিট টাইম দেন !!!

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। কি সুন্দর আমাদের জীবন। হাসছি, আনন্দ করছি।

কত প্ল্যান কত আশা কত স্বপ্ন। প্রায় সব মানুষের জীবনটা একইরকম। ধনী থেকে শুরু করে দরিদ্র পর্যন্ত সবাই যার যার সামর্থ্য, ক্ষমতা অনুযায়ী জীবন চালাচ্ছি। আমাদের মধ্যে আছে অনেক ভাগ। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শেতাংগ, কেউ কৃষ্ণাংগ।

কেউবা আস্তিক আর কেউবা নাস্তিক। কিন্তু একটা যায়গায় সবারই মিল। আর সেটা হল জন্ম আর মৃত্যু। যে যতই কথা বলি, বাহাদুরি দেখাই, শত যুক্তিই দেই মৃত্যুর কাছে কারো বাহাদুরি টেকেনি। আমরা যারা আস্তিক আছে বিশেষ করে মুসলমানেরা বিশ্বাস করি পরকাল বলে একটা জগৎ আছে, সেই জগতে দিতে হবে হিসাব আর তাই নিজেদের ইহজগতের জীবনটা হতে হবে সুনিয়ন্ত্রিত।

যাই করি না কেন এই জগতের হিসাব পরকালে দিতে হবে। অনেকটা পরিক্ষার প্রস্ততির মত। আর তাই আশা করি এই ভিডিওটা আমাদের পরিক্ষার প্রস্ততি নেয়ার জন্য কিছু খারাপ ছাত্রের অবহেলাজনিত অপ্রস্তত অবস্থার করুন বর্ননা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবে। (বিঃদ্রঃ যারা পরকালে বিশ্বাস করেন না, অন্তত দয়া করে আজেবাজে মন্তব্য করবেন না। আর পোস্টটা একবার দেয়ার পর প্রথম পাতা থেকে উধাও হল কেন তাও বুঝতে পারছি না ) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।