আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপি কিনলাম গতকাল। দেখেন তো স্পেসিফিকেশনটা; কতটুকু ঠকলাম।

আমি বাংলাদেশের দালাল| গতকাল ল্যাপি কেনার বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। আমার পছন্দ ছিলো ফুজিৎসু মডেলের একটা ল্যাপি। কিন্তু তাদের সেলস আউটলেটে গিয়ে দেখে শুনে, দামে সবকিছুই মিলল। কিনতে যাবো এমন সময় সেলস ম্যান বলে, ইউ আর টেকিং দিস ল্যাপি, বাট দিস প্রোক্ট হ্যাভ নো গ্রাফিক্স। সো ইউ ক্যাননট প্লে এ নাইস গেম।

আমি তারে জিজ্ঞেস করলাম, হোয়াই? ইন দিস স্পেসিফিকেশন হ্যাভ ইন্টেল গ্রাফিক্স ৩০০০. দেন হোয়াই আই ক্যান্ট প্লে গেমস? হেতি কয় "দিস ইস অনবোর্ড বিল্ট ইন গ্রাফিক্স। ইট ইজ নট সো পাওয়ার ফুল। ইফ ইউ চোজ এনাদার মডেল, সাপোজ দিস মডেল ইউ ক্যান গেট পাওয়ারফুল গ্রাফিক্স - বলে আমাকে এইচপির একটা মডেল দেখালো। আমি ও ভালোভাবে দেখে শুনে সেটার আদ্যোপান্ত জেনে অর্ডার করবো আমাকে দেয়ার জন্য তখর আর এক সেলস ম্যান এসে বলে "দিস মডেল উই হ্যাভ অনলি হোয়াইট কালার এন্ড ডিসপ্লে ওয়ান ইন ব্ল্যাক। ডো ইউ ওয়ান্ট টু টেক হোয়াইট? আমি রিপ্লাই করলাম, "গোষ্টি কিলাই তোর হো্য়াইটের।

সেলসম্যান বলে, "সরি? হোয়াট ইউ সে?" আমি আবারও বলি, "ইট মিনস আই ডোন্ট লাইক হোয়াইট কালার। ইফ ইউ হ্যাভ আদার এনি কালার সাচ এজ পিংক, রেড, হোয়াইট, সিলভার, গোল্ড দেন গিভ মি এ পিছ। সেলস ম্যান রিপ্লাই "সরি। আই ডোন্ট হ্যাভ। আমি বললামঃ ত্যাংক য়্যু।

তারপর অন্য আর এক শপে গিয়ে দেখি এসারের একটা মডেল কিনলে ৮ জিবি র্যাম ফ্রি। তো সেটা সম্পর্কে জেনে নিলাম বিস্তারিত। তারপর সেটা কিনে আনলাম। কনফিগটা নিচে দেয়া হলোঃ প্রসেসরঃ ইন্টেল কোর আই ফাইভ ৩২৩০এম ২.৮ গি.হার্টজ (টার্বো বুষ্ট টেকনোলজি আপটু ৩.২ গি.হার্টজ) র্যাম/রেমঃ ৪+৮ = ১২জিবি (১৬০০ বাস) হার্ডডিস্কঃ ৫০০জিবি (৭২০০ আর পি এম) ডিসপ্লেঃ ১৪" এলইডি ব্যাকলাইট গ্রাফিক্সঃ এভিডিয়া জিফোর্স ২ জিবি ডেডিক্যাটেড ৩মেবা এলথ্রি ক্যাশ ব্যাটারিঃ লিথিয়াম আয়ন ৪.৫ ঘন্টা ব্যাকআপ ওয়েভক্যামঃ ১.৩ মেপি গতকালকের পোষ্টের লিংকঃ Click This Link সাথে একটা ৮জিবি পেনড্রাইভ আর একটা ওয়্যারলেস মাউস ফ্রি দিছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.