আমাদের কথা খুঁজে নিন

   

আজ কাঙাল মামার জন্মদিন । আসেন দেরিতে হইলেও উইশ করি মামারে

ব্লগের একমাত্র অলস ব্লগার । কাঙাল মামাকে আমি প্রথম চিনি গতবছরের শেষের দিকে নাফিস ইফতেখারের কাঙাল মামাকে জন্মদিনের শুভেচ্ছা নিয়ে করা পোস্ট থেকে । পোস্ট পড়েই মনে হল কাঙাল মামা কি এমন ব্লগার যে নাফিস ইফতেখার হের জন্মদিনে পোস্ট দিল । যাই দেখে আসি হে কিসের কাঙাল । এরপর তার পোস্টগুলো পড়া শুরু করলাম ।

আমার পড়া তার প্রথম পোস্ট হল ফায়ারফক্সের কিছু জসিলা এডন । টেকি পোস্ট ভালা পাই । এরপর পড়লাম ওরেএএ!!! কত অজানারে!!!! পোস্ট পড়ে আমিও কইলাম ওরে কি পোস্টরে , কত কি জানাইল রে । এরপর থেকেই মামার পোস্ট পড়তাম , কয়েকটাতে মনে হয় কমেন্টও করতাম । নাদান এক ব্লগার আমি , কেউ কমেন্টের জবাব দিত না ।

কিন্তু মামা একটা কমেন্টে ঠিকই জবাব দিছিল । নামিদামী ব্লগারের জবাব পাইলেও তখন ভালা লাগত । এরপর কাঙাল মামার সব পোস্টই পড়েছি । মজাও পেয়েছি । ইচ্ছে ছিল এই মজার মানুষটা সাথে কথা বলার ।

তাই হন্যে হয়ে খুজেছি তার ফেছবুক লিঙ্ক । কিন্তু একটা পোস্টে বলেছিলেন উনার ফেছবুক নাই । আহ হা রে । কি আশাহতই না হইছিলাম । কিন্তু না ভাগ্যে থাকলে ঠেকায় কে ।

একজন জনপ্রিয় ব্লগারের কাছে বলে কয়ে তার লিঙ্ক পাইছি । এডও পাঠাইছি । দেখি একসেপ্ট করে কিনা । আজ সেই কাঙাল মামার জন্মদিন । তাকে জন্মদিনের শুভেচ্ছা ।

আসুন সবাই মিলে তাকে উইশ করি হ্যাপি বার্থডে কাঙাল মামা । পোস্ট চাই হাজার বছর ধরে এই কেকটা কাঙাল মামার জন্য । কাটার পর অবশ্য আমরাও খাব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।