আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা এবং তার প্রকারভেদ

ভালোবাসা মানে ভালোর সাথে বসবাস , এইতো জানি আমি । আর সেই ভালো আমার তুমি । তোমার চোখে , মনে , ভাবনায় আর স্বপ্নে - বসত করাই আমার ভালবাসা । কিন্তু তোমার কাছে ভালোবাসার সংজ্ঞাই ভিন্ন , ভালোবাসার নাকি রকম আছে ! কেমন সেই রকম ? আমায় দূরে রেখে ইচ্ছে মাফিক চাওয়া ? মন চাইলেই ভুলে যাওয়া ? তোমার হ্যাঁ তে না বললেই দূরে ঠেলে দেওয়া ? আবার গভীর আবেগে বুকে টেনে নেওয়া ? গাঢ় কণ্ঠে বলা , শেষ পর্যন্ত তোমাকে চাই । এই তোমার ভালোবাসার রকম ? চাইনা এই ভিন্নতা , না কোন প্রকারভেদ ।

শুধু চেয়েছি ভালোবেসে আপন হতে , কোন ভিন্ন রকম বুঝতে চাইনি ভালোবাসার । আমাকে আমার মতো ভালবাসতে দাও তো । কোন জোর করবো না আজ , পারলে আমার মতো করে বেসো । ১৮। ০৮।

২০১১। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.