আমাদের কথা খুঁজে নিন

   

সব দোষ বিরোধীদলের ?

প্রতিদিন স্বপ্নকে ধাওয়া করি। স্বপ ছোব বলে বেচে আছি। আওয়ামীলীগ বলেছিল বিদূ্যৎতের সমস্যা শেষ করে জনগকে শান্তি দেবে। দেশের শিল্প কারখানার উন্নয়ন করবে। বেকার সমস্যা সমাধান করবে।

খুবই ভালো কথা। কিন্তু কার্যত দেখাযাচ্ছে এখান পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হলেও বিদু্যৎদের তেমন কোন উন্নতি হয়নি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই এলাহী বলেছেন ২০১২ সালের মধ্যে লোডশেডিং মুক্ত বাংলাদেশ করবেন! আশায় রইলাম। কিন্তু এত কিছুর পরও যখন লোডশেডিং নিয়ে জনগন ক্ষুব্দ হয়ে উঠেন। চারো দিকে সমানে লোডসেডিং চলে তখন প্রধানমন্ত্রী বলেন চারদলীয় জোটের রেখে যাওয়া সমস্যা।

তারা বিদু্যৎ উৎপাদন করেনি ফলে এ অবস্থার সৃষ্টি হযেছে। রাস্তাঘাটের যখন চরম অবস্থা। আওয়ামীপন্থী বাস মালিকরাও বাস চালানো বন্থধ করে দিয়েছেন । আওয়ামীলেগের প্রবীন নেতারাও দলকে বাচাতে বাধ্য হয়ে যোগাযোগ মন্ত্রীর সমালোচনা করছেন তখন প্রধান মন্ত্রী বলেন বিরোধীদল বিগত সময়ে কাজ না করায় রাস্তাঘাটের এ অবস্থা। দ্রব্যমূ্ল্য নিয়ে যখন মানুষ দিশেহারা।

মন্ত্রী তখন বলেন মানুষকে কম খেতে। তখণ আওয়ামীলগ বলে অতীতের চেয়ে দ্রর্মূল্যের দাম কম। বিএনপির আমলে আরো বেশী ছিল। প্রশ্ন হচ্চে সবই যদি বিরোদীদলের সঙ্গে তূলনা করা হয় তবে আওয়ামীলীগ কেন সরকারে? তারা কি বিরোধীদলের সাথে পাল্লা দিয়ে জনগনকে কষ্ট দেবেন। তারা কি শপথ করেছেন যে দেখি বিএনপির কেয়ে আ,মারা বেশী কষ্ট দিয়ে জনগনকে পিষ্ট করেফেলব ? আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন সব দোষ থাকবে বিরোধীদলের।

কোন কাজে বিফল হলে সেটা হবে আওয়ামলিগের দোষ। এভাবেই কি চলবে আ,মাদের দেশ। চলবে কি? চলছেই তো। বন্ধ কি হবে না সব দোষ বিরোধীদলকে দেয়া? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।