আমাদের কথা খুঁজে নিন

   

এখন মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী বিরুদ্ধে মানহানির মামলা ঠুকবে কে?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আছেন কি কেউ? - - - - - - - - - - - - - - - - মিশুক মুনীরের দাফন শেষ হওয়ার পর গত মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কে একটি মানববন্ধন হয়। ওই মানববন্ধনে অংশ নিয়ে দেশের রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেন মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী। তিনি রাজনীতিবিদদের উদ্দেশে বলেন,‘আপনারা বলেন যে মানুষের জন্য রাজনীতি করেন। এমন মিথ্যা কথা আর বলবেন না। রাজনীতি আপনাদের ব্যবসা।

নিজেদের স্বার্থেই আপনারা রাজনীতি করেন। ’ প্রসংগত আমাদের দেশের সকল রাজনীতিবিদরা কথায় কথায় জনগণের কথা বলেন, দেশ প্রেমের কথা বলেন,দেশ ভক্তির কথা বলেন, উন্নয়নের কথা বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার রক্ষার কথা বলেন, বঙ্গবন্ধু ও জিয়ার স্বপ্ন বা আদর্শের কথা বলেন,বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেন। আবার আমাদের প্রধানমন্ত্রী স্বঘোষিত ভাবে নিজেকে শ্রেষ্ঠ দেশপ্রেমিক হিসাবে দাবি করেন। যদি তাই হয় তাহলে মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজীর কঠোর সমালোচনায় কি আমাদের দেশের রাজনীতিবিদদের মানহানি হলো না? এখন এই মানহানির মামলা ঠুকবে কে? আছেন কি আমাদের দেশে কোনো সৎ,নীতিবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদ যে স্বপ্রনোদিত হয়ে মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী বিরুদ্ধে মানহানির মামলাটা ঠুকে দিবেন? ব্যক্তিগত ভাবে আমি সৎ,নীতিবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদদের আহ্বাবান জানাই (এভাবে হাটে হাঁড়ি ভেঙ্গে দেওয়ায়) মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী বিরুদ্ধে মানহানির মামলাটা করার জন্য। কারণ অতীতে দেখছি এক দলের রাজনীতিবিদ অন্য দলের রাজনীতিবিদকে কিছু বললে তা মানহানিকর হিসেবে গন্য হয়েছে এবং জেলায় জেলায় মামলা দেওয়া হয়েছে এবং যারা মামলা করেছেন তারা দলের কোনো বড় নেতাও নন শ্রেফ দলকে খুশি করতে তারা স্বপ্রনোদিত হয়ে মামলা করেছিলেন বলে আমার বিশ্বাস।

অপেক্ষায় থাকলাম মামলা দেখার জন্য। মিশুক মুনীররে স্ত্রী মঞ্জুলী কাজী উক্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।