আমাদের কথা খুঁজে নিন

   

‘বিএনপির দুঃশাসনের ফিরিস্তিও তুলে ধরা হবে’

এজন্য ঈদের পর দল সাংগঠনিকভাবে নতুন উদ্যমে মাঠে নামবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শুক্রবার দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। গত চার বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্যের কথা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সব নেতা-কর্মীসহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
“এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের সময় দেশে কী অরাজক পরিস্থিতি ছিল, দেশে কীভাবে নিপীড়ন-নির্যাতন ও দুর্নীতি-দুঃশাসন চলেছে, জঙ্গী-সন্ত্রাসবাদ চলেছে- সেই কথাগুলো সাধারণ মানুষকে আবারোও মনে করিয়ে দিতে হবে।”
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং ২০২১ সালের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আসার সুযোগ দিতে জনগণের কাছে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
দুপুরে চাঁদপুরে কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের ৫৮ কিলোমিটার বক্স কালভার্টের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.