আমাদের কথা খুঁজে নিন

   

হারানো ভালোবাসা

আমিও ছায়ার মত মিলিয়ে যাব। তবু কেন স্মৃতি হয়ে ফিরে আসো মাঝে মাঝে পারবনা আমি সাজাতে স্বপন আগের সেই সাজে মেনে নাও তোমায় পেরেছি আমি একেবারে যেতে ভুলে দু’পারের বাসিন্দা মোরা আজ নদীর দুই কূলে। আবার আমি করেছি শুরু গড়তে মোর আপন ভূবন ভুল করে ফিরে এসোনা কোন ভুলে চাইনা আমি কোন ক্ষতিপূরন। ভালোবাসার নদী শুকিয়ে গেছে পাথরচাপা পড়েছে ঝর্ণাটা সাড়া আসবেনা ফাগুন এই নদী তীরে হোকনা যতই বৃষ্টিধারা। নদী হতে বোলোনা তাকে কাল সূর্যের আলোতে ভালোবাসার ফুল ফোটেনা কভু মরুভূমির বালুতে। তোমার ভুলের মাশুল আমি আর দিতে পারব না অনেক হেরে শিখেছি আমি আর আমি হারব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.