আমাদের কথা খুঁজে নিন

   

কান নিয়েছে চিলে: প্রসঙ্গ আমাদের শেয়ার বাজার

oracle.samu@googlemail.com বিশ্বজোড়া শেয়ার বাজারে গুজব একটি প্রাত্যহিক ঘটনা হলেও আমাদের বাজারের মূল কেন্দ্রে রয়েছে গুজব। বিশেষ কোন স্টকের ব্যবসায়িক অবস্থা (ফান্ডামেন্টাল) যা-ই হোক না কেন শুধু মাত্র গুজবে ভর করেই তা এভারেস্টের চূড়ায় উঠতে পারে। যারা 'কান নিয়েছে চিলে' শুনেই কানের পেছনে ছুটছেন তারা কত জন কানর দেখা পেয়েছেন ? বাজারের কিছু শেয়াল শ্রেনীর ব্যাবসায়ী তথা গেম্বলারদের কান-কাথায় লাভের চাইতে ক্ষতির শিকার হয়েছেন এমন বিনিয়োগকারীরাই সম্ভবত আমাদের বাজারে সংখ্যাগরিষ্ঠ হবেন। গেল ১৫-২০ দিনের পতনের পেছনে এমনই কিছু গুজব ও ট্রেন্ড কাজ করছে। 'কিছু ছোট-মাঝারি সাইজের ফ্রডদের বিরুদ্ধে মামলা হতে পারে' এটা শুনেই বাজারে পতনের শুরু।

অথচ মাস ২-৩ পূর্বেই যারা ঐ সকল ধান্দাবাজদের শাস্তি চেয়ে মতিঝিলের রাস্তা কাপিয়েছেন তারাই এখন বলছেন 'বিচারের নামে বাজার অস্থিতিশীল' করা ডিএসই/এসইসির উচিত নয় ! আসলেই লাভের দেখা পেতে বাঙ্গালীর ভোল পাল্টাতে জুড়ি নেই। এটা সত্যি যে ঐ সকল ধাপ্পাবাজরা বেশ সক্তিশালী কোটি-কোটি টাকা কেপিটাল তাদের, চাইলেই বাজার কে ছোট-খাট নাড়া দিতে পারে। কিন্তু তাদের এই চেষ্টাতেই আমরা ছোট বিনিয়োগকারীরা ভীত হয়ে 'পেনিক সেল' শুরু করি যা তাদের কু-চেষ্টাকে আরো জোড়ালো করে। আশা করেছিলাম ২০১১ র মহাপতন থেকে বিনিয়োগকারীরা কিছু না কিছু শিখেছেন। বাজার পড়লে তা এক সময় উঠেও দাড়ায় কিন্তু 'পেনিক সেল' কারীরাই সবচেয়ে বেশী ক্ষতির শিকার হয় এই উঠা-নামায়।

হ্যা তুলনামূলক খারাপ শেয়ারগুল লসে বেচে দেয়ার পেছনে না হয় যুক্তি যাছে কিন্তু হাতে থাকা ভাল শেয়ারগুল কেন ছেড়ে দিচ্ছেন ? ঐতিহাসিক ভাবেই আমাদের শেয়ার বাজারের যেমন উত্থান পিরিয়ড আছে ঠিক তেমনি আছে পতনের সময়। মূলত মার্চ-জুলাই এর মধ্যেই অধিকাংশ কম্পানী তাদের লভাংশ দিয়ে দেয় ফলে প্রাইস এডজাস্টমেন্টের কারলে এমনিতেই সূচকে পতনের ধারা শুরু হয়। তার উপর আগস্ট-নভেম্বর এ দুটি বৃহত ধর্মিয় উৎসবের কারনে বাজার থেকে সাধারন সময়ের চাইতে অধিক টাকা বেরিয়ে যায়। ফলে বাজারে কিছুটা পতনের আলামত দেখা দেয়। আবার ডিসেম্বরে যেহেতু আর্ধিক প্রতিষ্ঠন সমূহের ইয়ার ক্কোজিং সুতরাং তারাও তাদের পোর্টফলিও খালি করে বৎসর শেষের বিসাব নিকাশ শুরু করে।

এই তৃ-মুখি সেল প্রেসারের কারনেই সেপ্টেম্বর-ডিসেম্বর হল আমাদের শেয়ার বাজারের 'ডাল' পিরিয়ড। সুতরাং পতনের ভয়ে ভীত না হয়ে ভাল শেয়ার হাতে রাখুন আর চোখ রাখুন টার্গেট শেয়ারগুলর দিকে, মৃদু-মাঝারি পতনের সুযোগে নিজের পোর্টফলিওটিকে সমৃদ্ধ করুন সামনের ডিভিডেন্ড মৌসুমের জন্য। বি রেজি ফর হ্যাপি হান্টিং 1st published at http://dse-amateurs.blogspot.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।