আমাদের কথা খুঁজে নিন

   

গুরুদেবের পাঠশালায়

সীমানা পেরোতে চাই, জীবনের গান গাই... আমি গুরুদেবের নিকট হইতে প্রাপ্ত জ্ঞান জাহির করিতে চাহিনা। কেবলই তাহার পাঠশালায় আমাদিগের নিত্যদিনের কিছু ঘটনা জানাইতে ইচ্ছা পোষণ করি। সেদিনকার কথা। গুরুদেব পাঠকক্ষে প্রবেশ করিয়াই প্রশ্ন ছুঁড়িলেন। বলোতো বাছারা, মানবদেহের কোন অঙ্গ বেশি প্রসারিত হয়? গুরুদেবের পাঠশালায় নারী এবং পুরুষ উভয় জাতিরই সহাবস্থান রহিয়াছে।

আকস্মিক এমন প্রশ্ন শুনিয়া কাহারো মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করিল। কেহ চমকিয়া উঠিল। আবার কেহবা ভাবিতে লাগিল, গুরুদেব এমন প্রশ্ন করিলেন কীভাবে। তাহার কি লজ্জা বলিতে কিছুই নাই। এক নারী শিক্ষার্থী গুরুদেবকে বলিয়াই ফেলিল, গুরুদেব! আপনি কি রূপে এমন প্রশ্ন করিলেন? আপনার কি মা-বোন জাতীয় শিক্ষার্থীদের সম্মুখে এমন প্রশ্ন করিতে বাধে না? তবে গুরুদেবের প্রশ্নে কিছু শিক্ষার্থী ভীষণ পুলক অনুভব করিল।

তারা সবাই পুরুষ জাতীয়। কিছুটা ছোকড়া স্বভাবের। তাহাদের কেহ কেহ উত্তর দিবার নিমিত্তে মরিয়া হইয়া উঠিল। এদেরই একজন বলিল, গুরুদেব আমি উত্তর করিব? শিক্ষার্থীগণ দুই পক্ষে বিভক্ত হইয়া পড়িল। একপক্ষ ফিসফিস করিয়া নিজেদের মাঝে বলাবলি করিতে লাগিল, মানবদেহের মধ্যে সর্বাধিক প্রসারিত হয় এমন অঙ্গ পুরুষাঙ্গ।

এটি যখন কামে উত্তেজিত হইয়া পড়ে তখন অধিক প্রসারিত হইয়া থাকে। অন্যপক্ষ বলিতে থাকিল, সর্বাধিক প্রসারিত অঙ্গ নারীর যৌনাঙ্গই হইবে। তাহারাও তাহাদের পক্ষে যুক্তি দেখাইতে লাগিল। গুরুদেব নিবিষ্ট মনে কি যেন ভাবিতেছিলেন। ধ্যান ভাঙ্গিয়া মুখ তুলিলেন।

প্রশ্নের উত্তর দিতে ব্যগ্র পুরুষ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলিলেন, তোমার শিশ্ন কি অধিক প্রসারিত হয়? খানিক থামিয়া গুরুদেব নারী শিক্ষার্থীর উদ্দেশ্যে বলিলেন, তোমার যৌনাঙ্গ কি খুব প্রসারিত হয়? গুরুদেবের এমন কথা শুনিয়া শিক্ষার্থীরা নিষ্পেশিত হইয়া পড়িল। গুরুদেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুর্নবার প্রশ্ন করিলেন, তোমরা কি তোমাদিগের মানুষ ভাবিতে পছন্দ করো, না কি নারী-পুরুষ ভাবিতে পছন্দ করো? বলিলেন, মানবদেহের চক্ষুই সর্বাধিক সম্প্রসারিত হয়। । [চলবে]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।