আমাদের কথা খুঁজে নিন

   

আমার Programing শেখার অনেক ইচ্ছা , কেও কি Help করতে পারেন

আমি যখন ১০ম শ্রেণীতে তখন পত্রিকাতে ৫ বছরের এক বালকের Programing গুনের খবর আমাকে আকৃষ্ট করে। সে একটি Mobile Apps বানিয়েছিল । তখন থেকেই আমার এর(Programing) এর উপর দুর্বলতা চলে আসে। তাছাড়া আমার 4th sub ছিল Computer(though before July 2010 I didn't have any PC in my home)। তাই এতে আগ্রহ আরও বাড়ল ।

QBasic ছিল সিলেবাসে । কিন্তু স্কুলের Teacher এটা নামে মাত্র অ আ ক খ দেখিয়েছিলেন। উল্লেখ্য আমি ব্যবসায় শিক্ষার ছাত্র । আমার অবশ্য এতে আগ্রহ অনেকের কাছে পাগলামি, বাতুলতা, অকর্ম মনে হতে পারে কিন্তু আমি এটি শিক্ষার জন্য অনেক আগ্রহী । সমস্যা হল যাকেই বলি সে আমার Context না বুঝে উপদেশ দেয়।

আর যারা Programing শিখছে বা পারে তারা এমন ভাব করে যে এ বিষয়টা যেন একটা Taboo !!!!!!! আমি Math এ আমার Level ও উচিৎ বা যা দরকার তা অনুযায়ী ভাল পারি ও বুঝতে পারি। আমি এখন BBA in Accounting & Information Systems in University of Dhaka at Faculty of Business Studies এ পড়ি ( 2nd year) । এখন আমাকে কেও বলেন কিভাবে আমি এটা শিখতে পারব? কথা হল কোন কোচিং বা এ ধরনের কিছুতে গিয়ে শেখার মত সময় বা সুযোগ কোনটাই আমার নেই। কেননা This is my passion not Profession. As firstly I have to satisfy my Profession then others. আমার এসব দিক বিবেচনা করে কোন মহান ব্যক্তি কি আমাকে আমার ইচ্ছা পূরণে সাহায্য করতে পারবেন? অনেক ধন্যবাদ এই পাগলের কথা এতখন পড়ার জন্য। Update : Programing করার জন্য যে Language এর কথা বলেছেন এগুলো কোথায় পাব।

কেও যদি Direct Download Link দেন তবে ভাল হয় । আমারদের Lab এ Turbo C ++ দেখেছি। তাকি কাজে লাগবে ? জানাবেন Please. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।