আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান কি হাশরের ময়দানে আমাদের সুপারিশ করবে?

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh তাদের জীবদ্দশায় তো আমার জন্ম হয়নি তো আল্লাহই ভাল জানেন তারা কেমন ছিলেন। কিন্তু আজ উম্মতের কী অবস্থা আজ আমরা সবাই ব্যস্ত শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান বন্দনায়।

আফসোস! হে আমাদের প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেত্রী! আপনাদের মুখ থেকে তো কখনো রাসুল সা. এর নাম শুনিনি, ভুলে যাবেন না ঐ ক্বিয়ামতের ময়দানে আপনার বাবা বা স্বামী আপনার কোন কাজেই আসবে না। কিন্তু আফসোস ও অনুতাপের বিষয় ঐ ক্বিয়ামতের ময়দানে যখন সকল নবীগণ ভয়ে তটস্থ হয়ে থাকবেন কেউ কোন কথা বলতে সাহস পাবেন না তখন কেবলমাত্র আমাদের নবী-ই সুপারিশ করবেন, তাহলে আমরা কী করে সে নবীর সুপারিশ আশা করতে পারি যে নবীর পবিত্র নাম ও আমরা কোনদিন উচ্চারণ করিনা। তাই আসুন এখন থেকে আমরা বলি: শেখ মুজিবুর রহমান আমার আদর্শ নয় জিয়াউর রহমান আমার আদর্শ নয় শাহরুখ খান আমার আদর্শ নয় ম্যারাডোনা আমার আদর্শ নয় হিটলার আমার আদর্শ নয় আইনস্টাইন আমার আদর্শ নয় আমার আদর্শ এবং আমার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মাদ সা. ঐ ক্বিয়ামতের ময়দানে হযরত আদম আ. থেকে নিয়ে হযরত ইসা আ. পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে কোন কথা বলতে সাহস পাবেন না। ঐ দিন আল্লাহর সামনে যিনি সুপারিশ করতে পারবেন তিনি হলেন আমাদের নবী সা. নবীর সুপারিশ পেতে হলে নবীর আদর্শকে আকড়ে ধরতে হবে তা না হলে আল্লাহ না করুন যদি আমরা অন্য কাউকে অনুসরণ করি, অন্য কারো জীবনকে অনুসরণ করি তো যখন আমরা নবী সা. এর কাছে ক্বিয়ামতের ময়দানে সুপারিশ আনতে যাব তখন তিনি বলে দিবেন "আমি তোমাকে চিনি না" হে আল্লাহ এমন যেন না হয়, এমন দুর্ভাগা যেন না হই, আমরা যেন তোমার নবীর শাফায়েত থেকে বঞ্চিত না হই। হে আল্লাহ আমাদের তাওফীক্ব দান কর যেন তোমার নবীর আদর্শ আর সুন্নত অনুযায়ী যেন চলতে পারি।

এখন তো নবীর সুন্নত নবীর আদর্শকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু ক্বিয়ামতের কী হবে, আমরা তখন কত যে আফসোস করব!!! আল্লাহ তায়ালা কুরআনে কারীমে সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। [27] জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম। [28] হায় আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরক্বান বিতর্ক হতে পারে তাই বাই ডিফল্ট কমেন্ট অপশনটি ডিজেবলড। তাই আপনার কোন মন্তব্য থাকলে এখানে পাঠাতে পারেন যে কোন ধরনের মন্তব্য পাঠাতে পারেন তবে অভদ্র ভাষা ব্যবহার না করার জন্য অনুরোধ রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।