আমাদের কথা খুঁজে নিন

   

১ মিলিয়ন কান্না

আসলে এই সুন্দর পৃথিবীটা কারো অনুকূলে নয়। ঠিক যেমনটি চাওয়া হয় তেমনটি করে মেলে না কখনো । হয়তবা কখনো নিজের দোষে কখনো বা দুর্ভাগ্য বশত সব কিছু যেন চেনা সীমানার বাইরে চলে যেতে থাকে। অধিকাংশ সময়ই মানুষ হতাশ হয়ে পড়ে ভুলে যায় বাস্তবতা। সপ্নের তালার চাবি যেন জলের বহু নিচে পড়ে যায়।

দীর্ঘ প্রতীহ্মার অবসান আর না হয় অল্প সময়ের ব্যবধানে ঘটে যাওয়া কোন দুর্ঘটনা। সবই চোখের সামনেই ঘটে তবু যেন আবছাই থেকে যায় সব। পিছনে পড়ে থাকে পদাংক থেকে যাওয়া কিছু অব্যবহ্নত ঘটনা। চেয়ে দেখি আকাশ নেই সীমানা। চাই যা দেয়ালের ওপারে যেন বন্দি হয়ে থাকে আর চোখ দিয়ে জল নামে না কন্ঠ দিয়ে বাণী আসে না।

হয়ত নদীর বা সাগরের দীর্ঘ জলের মত পিপাসা লেগে যায় চোখ বুজে ফেলি সামনে দিয়ে চলে যায় বহু কিছু। কিছুই চোখে ভাসে না। রেটিনায় যেন ভাসে না প্রতিবিম্ব। হাতের নিচে মোবাইলের আলো নিভে যায়। নিরবে আলো জ্বলে আর নিরবে নিভে যায়।

কত রাত্র কেটে গেছে সূর্য এসে চলে যায় তবুও কোথাও যেন আধাঁর থেকেই যায় শত চেষ্টা করেও আমি পাইনা খুঁজে চলে যাওয়া সপ্ন স্হির চোখে তাকায় নেই অস্বাভাকতা আর নেই সীমাহীনতার মত ব্যাপার। চোখ খুলি তাকায় দেখি সূর্যের আলো সবাই হেঁটে চলে একা আমি দাঁড়িয়ে রই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।