আমাদের কথা খুঁজে নিন

   

লাল বাতি সবুজ বাতি একসাথে...!!

লেখাই আমার অনুভূতির অনুবাদ...... রাস্তার ট্রাফিক বাতির কথাই বলছি। আমার এক বন্ধুর মতে ট্রাফিক সিগনালের লাল, সবুজ আর হলুদ বাতির মানে হচ্ছে: লাল বাতি মানে থামেন, সবুজ বাতি মানে চলেন আর হলুদ বাতি মানে যা ইচ্ছা তা করেন! এই ঢাকা শহরে যা দিনকাল পড়ছে, গাড়ি চলার সময় লালবাতি আর জ্যামে থেমে থাকার সময় সবুজবাতি দেখে আমরা এখন আর অবাক হইনা। আজ দেখলাম এইটার আরেক কাঠি সরেস ভার্সন। হয়ত আগেও হয়েছে ব্যপারটা, তবে খেয়াল করা হয়নি। আজ অফিসে আসার পথে দেখলাম।

তখন সকাল ১১:১০ । মৌচাক মোড়। আমি বাস এ। জ্যাম এ বসে আছি অলস। খেয়াল করে দেখলাম ট্রাফিক বাতি জ্বলতেছে।

শুধু একটা না। একসাথে তিন তিন টা বাতি জ্বলতেছে! ২ টা সবুজ বাতি। একটা সোজা আরেকটা ডানে যাবার ইন্ডিকেশন। মজার ব্যপার হল এই ২ টা সবুজ বাতির সাথে লাল বাতিটাও জ্বলতেছে । মানে ২টা সবুজ বাতির সাথে লাল বাতিটাও থেমে নাই।

ছবি তুলতে মন চাইছিল। কিন্তু আমার দামী(!) মোবাইল দিয়া ছবি তোলা যায়না । দেখে অনেক মজা পাইলাম। আমাদের যোগাযোগ ব্যবস্থায়ও এখন লালবাতি জ্বলা অবস্থা। ছবিটা(তুলতে পারলে!) আমাদের বর্তমান যোগাযোগ ব্যবস্থার প্রতিকী ছবি হিসেবে যথার্থ হত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।