আমাদের কথা খুঁজে নিন

   

জননী তোমার সন্তানদের চোখ ফুটবে কবে?

সামু -বাধ ভাঙ্গার আওয়াজ। বাধ ভাংল কই? সামু আওয়ামীলীগ আর বিএনপি এর চেলায় ভর্তি। এইখানেও তারা চালাইয়া যাচ্ছে নোংরা রাজনীতি। প্রতি নিয়ত ধামাধরা পোস্ট। এক দল পোস্ট দেয় অন্য দল নিন্দা করে।

আহা পরনিন্দা করতে করতে আমাদের দেশ আগাইয়া যাচ্ছে। যে সব ভাই রা নেত্রী নেত্রী , মেডাম মেডাম করতে করতে প্রাণ দিতেছেন, তাদের জিজ্ঞাস করি, আপনাদের কি চোখ ফুটে নাই ? নাকি চোখে লজ্জা নাই? আপনারা মনে হয় অন্ধ হয়ে গেছেন । ক্ষমতাসীন সরকার ও তার এমপি রা বার বার অপরাধি দের পক্ষ নিচ্ছে। পরিমল,লিমন এই রকম সব সেন্সেটিভ ইস্যু তেও তারা কাহিনী বানানর চেষ্টা করে!! অবাক লাগে। দেশ এর মানুষ কি সব এতই বেকুব? ১: ৬ ছাত্র কে পিটাইয়া মাইরা ফালাইল, নোয়াখালি তেও একই ঘটনা।

তাও সাহারা খাতুন বলেন দেশের পরিস্থিতি আগের থেকে ভালো। ২: দেশের গরিব মানুষ না খাইয়া মরে, বাণিজ্য মন্ত্রি কম খাওয়ার উপদেশ দেয়। হাহাহা! টিভি তে তার এই বক্তব্ব দেইখা আমি গড়া গড়ি দিয়া হাসছি। পাইলে তারে আমি জুতা পেটা করতাম। ননসেন্স।

৩: কয় দিন পর ঈদ। মানুষ বাড়ি যাবে। ঢাকা-ময়মনসিং রুট বন্ধ। কারন কি? কারন বর্ষা। যোগাযোগ মন্ত্রি আবার বলে ঈদ এর আগে ঠিক করা সম্ভব না।

উনি স্পেসাল ট্রেন এর বেবস্থা করবেন। এমনি তে ট্রেন এর যা অবস্থা!! উনি করবেন স্পেসাল ট্রেন এর বেবস্থা মদন বানায় আর কি। ৪: তারেক মাসুদ মারা গেলেন। নৌপরিবহন মন্ত্রি তারে দেখতে গিয়া কি বলল?! গাড়ি চালক রা নাকি সড়ক দুরঘতনার জন্নে দায়ী না। ওই ছাগলের ছাও টারে জিগাইতে মুন চায় " চালক রা দায়ী না হইলে কে দায়ী? আমরা যারা গাড়ি তে উঠে তারা দায়ী??" বিএনপি পন্থি রা পইড়া দাত কেলাইয়া হাইসেন না।

আপনার মেডাম ও কিছু করতে পারে নাই। প্রতিবাদ আন্দলন এর অনেক ইস্যু উনি পাইয়া ও ব্যাবহার করেন নাই। হরতাল দেন কিসের জন্যে? তারেক রে জেল এ ঢুকাইলে হরাতাল এর হুমকি দেন?!!পারতেন না গ্যাস এর জন্যে আন্দলন করতে? পারতেন না লিমন এর ব্যাপার টা তে সরকার রে চাপ দিতে? আপনাদের মেডাম রে বলতে চাই " মেকাপ বক্স টা ফালান এইবার। নিজেরে অনেক সাজাইছেন। দেশ রে সাজানর দায়িত্ব নিছেন সেটা পালন করেন।

" দুই জন ই চোর। কেউ কাউরে দেখতে পারে না ঠিক আছে। কিন্তু আমার মনে হয় তারা গোপনে গোপনে ঠিকই মিলামিশা চলে। চোরে চোরে মাসতুত বইন। দুই জন এ জানা তারা দেশ টা রে শেষ কইরা ফালাইতাছে, কিন্তু কেউ কার বিরুদ্ধে মুখ খুলেনা।

তাদের চেলা দের উদ্দেশ্যে বলি, চেলামি বহুত করছেন,সময় থাকতে ভালো হইয়া জান। ভালো হইলে দেশ টার উন্নতি হইত। একটা কবিতার কিছু লাইন দিয়া লেখা শেষ করতে চাইঃ "এখন আমি অনেক ক্লান্ত দুঃখ ক্ষোভ ঘৃণার দিন গুলো শেষ হবে ভাবতে ভাবতে দেশ কে গাল দেব?দেশ এর কি দোষ? দেশ যারা পরিচালনা করে তাদের প্রতিবন্ধি মনে হয় একই সাথে অন্ধ মুক ও বধির মস্তিষ্কহীন কীট কীট গুলকে ঘেন্না করতে করতে ক্লান্তি বোধ করি। তাই আজ আমি বিদায় চাই,ছুটি চাই, খুঁজে ফিরি শান্তির আশ্রয়। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।